• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে উত্তপ্ত রাজনীতি, “সব দলের হাতেই রক্ত লেগে আছে”— নাহিদ ইসলাম 

     dailybangla 
    16th Jul 2025 2:01 am  |  অনলাইন সংস্করণ

    খুনোখুনির রাজনীতি চলছে”— অভিযোগ নাহিদ ইসলামের থাকতে চাইলে জিন্দা, দিতে হবে চান্দা”— বরিশালে এনসিপির ক্ষোভ

    নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করতে চেয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে—সব রাজনৈতিক দলের হাতেই রক্ত লেগে আছে। দলগুলো নিজেরাই খুনোখুনি করছে।”

    মঙ্গলবার (১৫ জুলাই) রাতে বরিশাল নগরীর ফজলুল হক এভিনিউতে এনসিপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” স্লোগান নিয়ে নগরীতে পদযাত্রা শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক সহিংসতামুক্ত, চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। তরুণ প্রজন্ম এখনও ঘুমিয়ে যায়নি—তারা রাজপথে আছে। ইনশাআল্লাহ, আমরা বিজয়ী হয়ে ঘরে ফিরব।”

    সমাবেশের শুরুতে বরিশালের আঞ্চলিক ভাষায় তিনি বলেন, “মোরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু হরছি, মোগো লগে বরিশালবাসী আছেন তো?”

    তিনি বরিশাল জেলা সংগঠনকে সক্রিয় করতে নির্দেশ দেন এবং ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য “জুলাই ঘোষণাপত্র” সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান। এসময় নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্ট ছিল গণভবন লক্ষ্য, এবার লক্ষ্য সংসদ ভবন।

    সমাবেশে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমান নির্বাচন কমিশন গ্রহণযোগ্য নয়। কমিশনের রিমোট কন্ট্রোল কোথা থেকে চালিত হচ্ছে—সেনাবাহিনী, না কি অন্য কোথাও থেকে?  তিনি কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে বলেন, “শাপলা প্রতীক দিতে কমিশনের এত গড়িমসি কেন?”

    হাসনাত আরও বলেন, “আগে ভোট চোর বললে একটি দলের গায়ে লাগতো, এখন চাঁদাবাজ বললে আরেকটির গায়ে লাগে। দেশে এখন কথাই একটাই—থাকতে চাইলে জিন্দা, দিতে হবে চান্দা।”ভতিনি দাবি করেন, “নৌকা প্রতীককে ব্যালট থেকে বাদ দিতে হবে।”

    সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় নেত্রী নাহিদা সরোয়ার নিভা, সংগঠক সাদিয়া ফারজিনা ও ফয়সাল মাহমুদ শান্ত প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930