• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে কী করছেন তাসনিয়া ফারিণ? 

     dailybangla 
    04th Dec 2024 6:25 pm  |  অনলাইন সংস্করণ

    বিনোদন ডেস্ক: শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সিনেমা, ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। শুটিংয়ের ফাঁকে সময় পেলেই ঘুরতে ভালোবাসেন তিনি। ভ্রমণ গন্তব্য নয়নাভিরাম সৌন্দর্যের নানা জায়গায় অভিনেত্রী ক্যামেরাবন্দী করেন। পরে যা সামাজিকমাধ্যমের পাতায় শেয়ার করেন।

    এবার তার ফেসবুক পেজের স্টোরি স্থান পেয়েছে বরিশালের দুটি জায়গা। এর একটি সরকারি ব্রজমোহন কলেজ বা বি.এম কলেজ, অন্যটি এপিফ্যানি গির্জা বা অক্সফোর্ড মিশন চার্চ। এরপর থেকেই তার ভক্ত- অনুরাগীদের নিশ্চয়ই জানার ইচ্ছে বরিশালে কী করছেন তাসনিয়া ফারিণ?

    সেটি জানার আগে বলে রাখা যায়, ব্রজমোহন কলেজ বা বি.এম কলেজ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ও প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বরিশাল শহরে অবস্থিত। ১৮৮৯ সালে প্রখ্যাত সমাজসেবক, রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অশ্বিনীকুমার দত্ত কলেজটি প্রতিষ্ঠা করেন। তখন কলেজটি কলকাতা বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত ছিল। সেসময়ে এ কলেজের মান এতই উন্নত ছিল যে অনেকে একে দক্ষিণ বাংলার অক্সফোর্ড বলে আখ্যায়িত করেন। ১৯৬৫ সালে কলেজটির জাতীয়করণ করা হয় ও বর্তমানে কলেজটি জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধিভুক্ত।

    অন্যদিকে, এপিফ্যানি গির্জা বা অক্সফোর্ড মিশন চার্চ দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, বাংলাদেশের সর্ববৃহৎ গির্জা। এর মূল নাম এপিফানী গির্জা হলেও স্থানীয় সাধারনের কাছে অক্সফোর্ড মিশন চার্চ নামেই বেশি পরিচিত। বরিশাল সদরের প্রাণকেন্দ্রে বগুড়া রোডের ধারে এর অবস্থান। দৃষ্টিনন্দন এ গির্জাটি ‘লাল গির্জা’ নামেও পরিচিত।

    এবার মূল বিষয়ে ফিরে আসা যায়, বর্তমানে হালের এই হাতে রয়েছে নির্মাতা কাজল আরেফিনের ওয়েব ফিল্ম ‘হাউ সুইট’। এ বিষয়ে ফারিণ জানান, বর্তমানে তার ব্যস্ততা এই ওয়েব ফিল্মকে ঘিরেই। বর্তমানে এর দৃশ্যধারণ চলছে বরিশালের বিভিন্ন লোকেশনে। শুটিংয়ে অংশ নিতে গেল রোববার (০১ ডিসেম্বর) ঢাকা থেকে বরিশালে যান তিনি।

    তিন বছর আগে ওয়েব ফিল্ম ‘ট্রল’-এ জিয়াউল হক অপূর্বর সঙ্গে অভিনয় করেছিলেন তাসনিয়া ফারিণ। এরপর নাটকে অভিনয় করলেও ওটিটিতে আর দেখা যায়নি এই জুটিকে। তিন বছর পর ‘হাউ সুইট’র মাধ্যমে ওয়েব কনটেন্টে জুটি বাঁধলেন তারা। গেল নভেম্বরে শুরু হয় ‘হাউ সুইট’র শুটিং।

    বরিশাল ছাড়াও ঢাকা ও দেশের কয়েকটি দৃষ্টিনন্দন লোকেশনে এর দৃশ্যধারণ করা হবে। এতে একটি রোমান্টিক ও একটি আইটেম গান। ফারিণ নয়, আইটেম গানে দেখা যাবে অতিথি শিল্পীকে। ২০২৫ সালের ভালোবাসা দিবস উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাবে ‘হাউ সুইট’।

    বিআলো/শিলি

    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930