• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন: তরুণ উদ্যোক্তাদের পাশে কোস্ট ফাউন্ডেশন 

     dailybangla 
    02nd Nov 2025 7:35 pm  |  অনলাইন সংস্করণ

    প্রশিক্ষণ, পরামর্শ ও বাজার সংযোগের মাধ্যমে তরুণ প্রজন্মের স্বাবলম্বিতা নিশ্চিত

    এইচ.আর হীরা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে বরিশালে কোস্ট ফাউন্ডেশনের “গ্রাহক সেবা পক্ষ” উদযাপন করা হয়েছে। নবগ্রাম রোড চৌমাথা এলাকায় কোস্ট ফাউন্ডেশনের আঞ্চলিক কার্যালয়ে রবিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বরিশাল ও আশেপাশের এলাকার তরুণ উদ্যোক্তারা অংশ নেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনাল কান্তি ঘোষ, জেলা মৎস্য কর্মকর্তা, বরিশাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্স বাহাউদ্দিন, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, বরিশাল, এবং উত্তম ভৌমিক, উপজেলা কৃষি কর্মকর্তা, বরিশাল সদর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জহিরুল ইসলাম, পরিচালক (জিআইজেড), কোস্ট ফাউন্ডেশন। সঞ্চালনা করেন আব্দুর রহমান, আঞ্চলিক সমন্বয়কারী, কোস্ট ফাউন্ডেশন, বরিশাল অঞ্চল।

    চরমোনাই ইউনিয়নের ভাই ভাই ডেইরি ফার্মের উদ্যোক্তা রাজন জানান, তার ফার্মে বর্তমানে ৫০টি গরু রয়েছে। তিনি বলেন, “কোস্ট ফাউন্ডেশনের সহায়তায় এখন আমি নিয়মিতভাবে উৎপাদন ও বিপণনে উন্নতি করতে পারছি।”

    নুরুল ইসলাম নামের আরেক উদ্যোক্তা জানান, তার ফার্মে বর্তমানে ১ হাজার ব্রয়লার মুরগি রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ ও পরামর্শ পেলে আরও বড় পরিসরে কাজ করতে পারবেন।

    বাকেরগঞ্জ উপজেলার কামারখালী এলাকার তরুণ ইমরান বলেন, তিনি ৫ থেকে ৭ বছর ধরে হাঁস পালন করছেন। তার ফার্মে বর্তমানে ৩ হাজার ডিমপাড়া হাঁস রয়েছে এবং তার অনলাইন পেজে ১.৫ লাখের বেশি ফলোয়ার আছে। ইমরান জানান, “চরের হাঁস পালন করে এখন আমি স্বাবলম্বী, অনলাইনে বিক্রিও করি।”

    অনুষ্ঠানে বক্তারা বলেন, কোস্ট ফাউন্ডেশন তরুণ উদ্যোক্তাদের সহায়তা, প্রশিক্ষণ ও বাজার সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর ফলে তরুণ প্রজন্ম স্বাবলম্বী হচ্ছে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031