বরিশালে ছাত্রদল নেতাদের হামলায় দুই সাংবাদিক আহত
এইচ আর হীরা, বরিশাল ব্যুরো : বরিশালে পার্কে প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তর্ক-বিতর্কের জেরে দুই সাংবাদিকের ওপর তিন দফায় হামলা চালিয়েছে ছাত্রদল নেতারা। এতে সময় টিভির ক্যামেরাম্যান সুমন হাসান ও চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান শাকিল হাওলাদার পাপ্পু আহত হন। এর মধ্যে পাপ্পুর মাথা ফেটে যাওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর বেলস পার্ক গ্রীনসিটি পার্কের প্রবেশপথে।
আহত সাংবাদিক সুমন হাসান জানান, তিনি পরিবার নিয়ে মহিলা ক্লাব মিলনায়তনে সহকর্মীর ছেলের খতনা অনুষ্ঠানে যোগ দিতে যান। এসময় তার মেয়ে গ্রীন সিটি পার্কে প্রবেশের বায়না ধরলে তিনি তাকে নিয়ে প্রবেশ করতে গেলে বাঁধা দেন নগরীর ১০ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বেল্লাল গাজী। বেল্লাল দাবি করেন, তার সন্তানরা সেখানে খেলছে, তাই আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।
এসময় বেল্লালের সহযোগীরা মব তৈরি করে সুমনকে ঘিরে ধরে। তার মেয়ের চিৎকার শুনে চ্যানেল ২৪-এর ক্যামেরাম্যান পাপ্পু ছুটে গেলে তিনিও হামলার শিকার হন। এতে পাপ্পুর মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
পরে সহকর্মীরা এগিয়ে এলে ছাত্রদলের মহানগরের সহসভাপতি সোহেল, সাকিব, রাহাতসহ আরও কয়েকজন সাংবাদিকদের ওপর তৃতীয় দফায় হামলা চালায়। পুলিশে বিষয়টি জানানো হলেও ছাত্রদল নেতারা পুলিশের আগেই পালিয়ে যায়।
অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা বেল্লাল গাজী বলেন, “আমি নিরাপত্তা প্রহরীকে কথা দিয়েছিলাম আর কেউ পার্কে প্রবেশ করতে পারবে না। তাই বাঁধা দিয়েছি। এসময় হাতাহাতিতে পড়ে গিয়ে একজন আহত হয়েছে।”
কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ক্যামেরাপার্সন সুমন হাসান ও চ্যানেল টোয়েন্টিফোরের ক্যামেরাপার্সন শাকিল হাওলাদার পাপ্পুর ওপর ছাত্রদল নেতাকর্মীদের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল প্রেসক্লাব।
এক বিবৃতিতে বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ কার্যকরী সংসদের নেতৃবৃন্দ ও ক্লাব সদস্যবৃন্দ এক যুক্ত বিবৃতিতে বলেন- তুচ্ছ বিষয় নিয়ে দু’জন পেশাদার সাংবাদিকের ওপর ছাত্রদল নেতাকর্মীরা যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমরা এই ঘটনার নিন্দা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সেই সাথে পেশাদার সাংবাদিকদের ওপর হামলাকারী ছাত্রদল নেতাকর্মীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। অন্যথায় সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।
বিআলো/এফএইচএস