বরিশালে নগদ ২০ লাখ টাকা, বিপুল মাদক ও অস্ত্রসহ নারী গ্রেপ্তার
বরিশাল ব্যুরো : বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র, ইয়াবা, গাঁজা, মদ ও নগদ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিএমপি সূত্রে জানা গেছে, এসআই মো. রাশিক মুরাদ অভির নেতৃত্বে একটি বিশেষ টিম বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত পৌনে ১টার দিকে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানে ৯টি দেশীয় ধারালো অস্ত্র, ১০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা, ২৫০ মিলিলিটার মদ এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ২০ লাখ ৪৮ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। এ সময় শিল্পি বেগম (৩৮) নামে এক নারীকে আটক করা হয়। তিনি স্থানীয় মো. সুমন হাওলাদার ওরফে মান্না সুমনের স্ত্রী। তবে মূল অভিযুক্ত সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪২) পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, আটক শিল্পি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
তিনি আরও জানান, পলাতক আসামি মান্না সুমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনশৃঙ্খলা রক্ষা ও মাদক নিয়ন্ত্রণে এমন অভিযান অব্যাহত থাকবে।
বিআলো/ইমরান



