বরিশালে নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা ও র্যালি
বরিশাল ব্যুরো: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উপলক্ষে বরিশালে নারী-নির্যাতন প্রতিরোধে সচেতনতা বাড়াতে একটি কর্মশালা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। উন্নয়ন সংস্থা ওয়াদা ও সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের যৌথ সহযোগিতায় সোমবার সকালে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় নগরীর বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি বিডিএস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে ক্লাবের সভাকক্ষে “নারী ও কন্যার প্রতি সহিংসতা দূর করি, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালাটি পরিচালনা করেন ওয়াদা সংস্থার প্রকল্প–ফোকাল পার্সন। এতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন কমিউনিটির সদস্যরা অংশ নেন।
বক্তারা নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অনলাইন নিরাপত্তা, আইনি সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষের সমান অধিকার বাস্তবায়নের বিষয়ে মত দেন। তারা মনে করেন—ঘরোয়া সহিংসতা, যৌন হয়রানি, ধর্ষণ, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সমাজের সব স্তরের মানুষের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
কর্মশালায় বরিশালের ৩৫টি নারী সংগঠনের নেতৃত্বসহ প্রায় ১২০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বিশ্বের অন্যতম গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এ ধরনের অপরাধ রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী আইনি কাঠামো এবং স্থানীয় পর্যায়ে সহায়ক পরিবেশ তৈরি জরুরি।
অনুষ্ঠানে নারী অধিকার ও নিরাপত্তা সুরক্ষায় কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ তুলে ধরা হয়। এগুলোর মধ্যে রয়েছে—নারী-নির্যাতনবিষয়ক আইন বাস্তবায়ন জোরদার করা, কমিউনিটিভিত্তিক প্রতিরোধ কার্যক্রম বাড়ানো, নীতিমালা হালনাগাদ করা এবং নির্যাতিত নারীদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতা বৃদ্ধি করা।
শেষে অংশগ্রহণকারীরা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
বিআলো/তুরাগ



