• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে পার্কে বিষপানে নারীর আত্মহত্যার চেষ্টা 

     dailybangla 
    13th Jan 2026 6:39 pm  |  অনলাইন সংস্করণ

    এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর মুক্তিযোদ্ধা পার্কে বিষপান করে এক নারী অচেতন হয়ে পড়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে কীর্তনখোলা নদী সংলগ্ন মুক্তিযোদ্ধা পার্কে এ ঘটনা ঘটে। পরে পার্কে অবস্থানরত দর্শনার্থীদের সহায়তা ও পুলিশের উদ্যোগে ওই নারীকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী পার্কে বসে মোবাইল ফোনে কারও সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে তিনি হঠাৎ বিষপান করেন। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। তাৎক্ষণিকভাবে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং বরিশাল কোতোয়ালি থানাধীন স্টিমারঘাট পুলিশ ফাঁড়িতে খবর দেন।

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অচেতন অবস্থায় ওই নারীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ওই নারীর সঙ্গে কাফনের কাপড়, আগরবাতি, একটি মোবাইল ফোনসহ কিছু ব্যক্তিগত সামগ্রী উদ্ধার করা হয়েছে।

    স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোহাম্মদ নাসিম জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে জান্নাত নামের এক নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছা গুড়া গ্রামের সালাম খলিফার মেয়ে জান্নাত আক্তার (২৫)। পারিবারিক বিষয়ে মানসিক হতাশা থেকে তিনি এমন চেষ্টা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

    তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই নারী বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031