বরিশালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত
নিজস্ব প্রতিবেদক: বরিশালের গৌরনদী উপজেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছালে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের মধ্যে একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে। সেখানে ৫ আগস্টের কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে গৌরনদী উপজেলা বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে।
বিএনপির উপজেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু অভিযোগ করে বলেন, আমাকে প্রস্তুতি সভায় দাওয়াত না দিয়েই সভা আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে আমি নিজে উপস্থিত হলে, সভাস্থলে শরীফ জহির সাজ্জাদ হান্নান ও তার ভাইপো জসিম শরীফ আমার সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এ সময় আমার সমর্থকরা প্রতিবাদ করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। আমি পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করলেও হান্নান গ্রুপের লোকজন অতর্কিত হামলা চালিয়ে আমাদের দুই কর্মীকে আহত করে।
তিনি আরও জানান, অডিটোরিয়ামের ঘটনার পর হান্নান গ্রুপের লোকজন তার কর্মী ও গৌরনদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. রমজানকে একা পেয়ে বাসস্ট্যান্ড এলাকায় মারধর করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অন্যদিকে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান পাল্টা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে প্রস্তুতি সভা করছিলাম। এমন সময় একদল দুর্বৃত্ত আমাদের সভায় এসে হামলা চালিয়ে আমার দুই-তিনজন কর্মীকে মারধর করে।
ছাত্রদল নেতা জসিম শরীফের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বিএনপির দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে আমরা পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।
বিআলো/এফএইচএস