বরিশালে মঞ্চ মাতাবেন কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ
বরিশাল ব্যুরো : জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদ আসছেন বরিশালে। আগামী বৃহস্পতিবার, ২৬ জুন বরিশাল সেনানিবাসের সন্নিকটে পায়রা সেতুর উত্তর প্রান্তে অনুষ্ঠিতব্য গ্রামীণ ও কুটির শিল্প মেলায় সঙ্গীত পরিবেশন করবেন তিনি। বিষয়টি ইমরান নিজেই নিশ্চিত করেছেন তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত একটি ভিডিও বার্তায়।
জানা গেছে, গত ১৫ মে থেকে মেলা শুরু হলেও, মাঝখানে প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন মেলা সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় আয়োজক কমিটি। পরে পুনরায় মেলা চালু হলে দর্শনার্থীদের আগ্রহ ধরে রাখতে একের পর এক চমকপ্রদ আয়োজন শুরু হয়।
চলতি মাসেই মেলার মঞ্চ মাতিয়েছেন দেশের খ্যাতিমান কণ্ঠশিল্পী ও চলচ্চিত্র তারকারা। এর মধ্যে ছিলেন অপু বিশ্বাস, দীঘি, কণ্ঠশিল্পী এফ এ সুমন, বাবু হাসান, তোফা, মহুয়া মুনা, ইসরাত জাহান ঐশী, সাথী খানসহ আরও অনেক স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পী।
প্রতিদিন রাত ৮টা থেকে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। দর্শনার্থীদের জন্য মেলায় রয়েছে যাদু প্রদর্শনী, সার্কাসসহ মোট ১২টি আকর্ষণীয় ইভেন্ট।
মেলা কর্তৃপক্ষ জানিয়েছে, “প্রাকৃতিক দুর্যোগের কারণে কয়েকদিন মেলা বন্ধ থাকায় আমরা আর্থিক ক্ষতির মুখে পড়েছি। যদি প্রশাসনের পক্ষ থেকে মেলার সময়সীমা কিছুটা বাড়ানো হয়, তবে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে।”
প্রতিদিন হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মেলা জমজমাট হয়ে উঠেছে। ইমরান মাহমুদের উপস্থিতি ঘিরে দর্শনার্থীদের মাঝে বাড়ছে আগ্রহ ও উচ্ছ্বাস। আয়োজকরা আশা করছেন, তার পরিবেশনায় মেলায় নতুন মাত্রা যুক্ত হবে।
বিআলো/সবুজ