• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে মাদকের হটস্পট রাজ্জাক স্মৃতি কলোনি, আতঙ্কে স্থানীয়রা 

     dailybangla 
    03rd Jul 2025 9:27 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের রাজ্জাক স্মৃতি কলোনি (কেডিসি বস্তি) বর্তমানে মাদকের ‘হটস্পট’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কলোনির স্কুল মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।

    মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অধিদপ্তরের উপ-পরিচালক মো. তানভীর হোসেন খান বলেন, আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়তে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই এলাকাটি মাদকের অভয়ারণ্যতে পরিণত হয়েছে। ঘরে ঘরে যদি প্রতিরোধ গড়ে না ওঠে, তবে মাদক নির্মূল সম্ভব নয়।

    স্থানীয় বাসিন্দা রেশমা অভিযোগ করেন, এই কলোনি এখন মাদকের আখড়া। মাদক ব্যবসায়ীরা শুধু সমাজ নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। বিয়ের সময় কলোনির পরিচয় গোপন করতে হয়। তিনি আরও বলেন, সম্প্রতি এক ছেলের বিয়েতে মেয়েপক্ষ এলাকায় এলে মাদক বিক্রেতারা সরাসরি ইয়াবা অফার করে বসে। এরপর মেয়ের পরিবার অন্যত্র বাসা ভাড়া নিয়ে বিয়ে সম্পন্ন করে। রেশমা শঙ্কা প্রকাশ করে বলেন, আজ আমি মাদকের বিরুদ্ধে কথা বলছি, জানি না আগামী মুহূর্তে আমার জন্য কী অপেক্ষা করছে।

    বৈঠকে আরও বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা নিজাম বেপারী, মনোয়ারা বেগম, কবির মাওলানা, জাহাঙ্গীর হোসেন, আনোয়ার হোসেন ও জাহাঙ্গীর মিয়া। তারা বলেন, মাদক ব্যবসায়ীর সংখ্যা হয়তো ৫০ জন, কিন্তু আমরা ৫০০ জন। এখনই প্রতিরোধ গড়ে না তুললে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।

    অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর আশিক ইকবাল রাব্বিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930