বরিশালে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন
বরিশাল ব্যুরো: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালে ‘মার্চ ফর হাদি’ কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা।
সোমবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের ছাত্র-জনতা’র ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল থেকেই নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা সেখানে জড়ো হন। পরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি, যা অত্যন্ত হতাশাজনক। তাঁদের অভিযোগ, এ ঘটনায় বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
বক্তারা আরও বলেন, অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আন্দোলন আরও বিস্তৃত ও কঠোর কর্মসূচির মাধ্যমে চালিয়ে যাওয়া হবে।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে আবারও হাদি হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি পুনর্ব্যক্ত করা হয়।
বিআলো/ইমরান



