বরিশালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত শহীদ বুদ্ধিজীবী দিবস
এইচ আর হীরা, বরিশাল ব্যুরো: বরিশালে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৫ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় জেলা প্রশাসকসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শরফুদ্দীন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজনেরা অংশ নেন। বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বলেন, স্বাধীনতার প্রাক্কালে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল জাতিকে মেধাশূন্য করার এক সুপরিকল্পিত ষড়যন্ত্র। শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে।
অনুষ্ঠানে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের অবদানের প্রতি সম্মান জানানো হয়।
বিআলো/ইমরান



