• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশালে স্বাস্থ্যখাত সংস্কার দাবিতে অনশনরতদের ওপর হামলার অভিযোগ 

     dailybangla 
    14th Aug 2025 4:18 pm  |  অনলাইন সংস্করণ

    বরিশাল ব্যুরো: বরিশালে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে অনশনরতদের ওপর হামলা চালিয়ে সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের কিছু স্টাফ-কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি।

    বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শেবাচিম হাসপাতাল চত্বরে নিরাপদ কর্ম পরিবেশ চাই কর্মসূচি চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। আন্দোলনকারীরা জানান, হামলার পর অনশনরতদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়, ফলে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম আংশিকভাবে ব্যাহত হচ্ছে।

    হাসপাতালের অফিস সহায়ক মিলন মোল্লা জানান, বুধবার বাস শ্রমিকদের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহতদের চিকিৎসা দিতে দেরি হওয়ায় এক সিনিয়র নার্সের সঙ্গে অসদাচরণ ও মারধরের ঘটনা ঘটে। বৃহস্পতিবারও আন্দোলন চলাকালে এক চিকিৎসকের গায়ে হাত তোলায় আন্দোলনকারীদের হাসপাতাল এলাকা ছাড়তে বলা হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

    আন্দোলনের সংগঠক মহিউদ্দিন রনি অভিযোগ করেন, আমাদের অনশনরত ভাইদের ওপর হাসপাতালের স্টাফ-কর্মচারীরা হামলা চালিয়ে ৩০-৪০ জনকে আহত করেছে।

    অন্যদিকে শেবাচিম হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত দাবি করেন, কর্মসূচি শেষে চিকিৎসক ও স্টাফরা কাজে ফেরার সময় আন্দোলনকারীরা অতর্কিত হামলা চালায়, এতে স্টাফ-কর্মচারীদের চারজন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930