বরিশাল কোতোয়ালি থানা ঘেরাও, ছাত্র-জনতার অবস্থান ধর্মঘট
বরিশাল ব্যুরো: স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের সমন্বয়ক হোসাইন আল সুহানকে গ্রেপ্তার ও নারী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের অসদাচরণের প্রতিবাদে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অবস্থান ধর্মঘট করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যার পর আন্দোলনকারীরা থানার সামনে জড়ো হয়ে এ কর্মসূচি শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্র-জনতা থানার প্রধান ফটকের সামনে এসে জড়ো হলে পুলিশ গেট বন্ধ করে দেয়। এতে থানা চত্বরে ভেতরে-বাইরে বিপুল সংখ্যক আন্দোলনকারী আটকে পড়েন। এ সময় সাংবাদিকরা সংবাদ সংগ্রহে এগিয়ে এলে তাদেরকেও ভেতরে প্রবেশে বাধা দেওয়া হয়। প্রবেশের চেষ্টা করলে সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়। এতে একজন সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।
থানার ভেতরে থাকা আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দীন রনি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে হোসাইন আল সুহানকে গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে কর্মকর্তারা জানান, তাকে ডেভিলে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় বা কার অভিযোগে গ্রেপ্তার— সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি পুলিশ।
রাত পৌনে ৯টা পর্যন্ত থানা চত্বরে মহিউদ্দীন রনিসহ আন্দোলনকারীরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছিলেন। বাইরে শতাধিক ছাত্র-জনতা অপেক্ষা করছিলেন। এ সময় থানা গেট বন্ধ রেখে সংবাদকর্মীদেরও প্রবেশে বাধা দেয় পুলিশ।
এ বিষয়ে পুলিশের কোনো কর্মকর্তা তাৎক্ষণিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
বিআলো/তুরাগ