বরিশাল বিসিকে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
মনিরুজ্জামান মনির : বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় বিসিক বরিশাল জেলা কার্যালয়ের সেমিনার কক্ষে এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন বিসিকের উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জনাব মোঃ নজরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক মোঃ রাশেদুল ইসলাম, প্রমোশন কর্মকর্তা মোজাহিদুল ইসলাম (আসাদ), শিল্পনগরী কর্মকর্তা গোলাম রসুল (রাসেল), প্রমোশন কর্মকর্তা মোঃ ফাইরুজ আল মোস্তাকিম, সম্প্রসারণ কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী সুব্রত কুমার কুণ্ডু।
এই পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপমহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম বলেন, বিসিক শিল্পনগরী বরিশালে বর্তমানে ১৭৭টি শিল্প প্রতিষ্ঠান কার্যক্রম পরিচালনা করছে এবং এসব প্রতিষ্ঠানে বিসিক সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে। তিনি আরও জানান, বিসিক বরিশাল জেলা কার্যালয় থেকে নিয়মিতভাবে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসব প্রশিক্ষণের মধ্যে রয়েছে—
১) কম্পিউটার অফিস প্যাকেজ (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট),
২) কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংসহ ফ্রিল্যান্সিং,
৩) কাটিং ও সেলাই,
৪) ফুড প্রসেসিং,
৫) শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ এবং
৬) মৌমাছি প্রতিপালন কর্মসূচি।
তিনি বলেন, এসব প্রশিক্ষণের মাধ্যমে অনেক মানুষ স্বাবলম্বী হচ্ছেন এবং ভবিষ্যতেও আরও বেশি মানুষ উপকৃত হবেন। তিনি সবাইকে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের জন্য অন্যদের উৎসাহিত করার আহ্বান জানান।
বিআলো/ইমরান



