বরিশাল বিসিকে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ শুরু
মনিরুজ্জামান মনির: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদ কর্তৃক ‘ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট’ শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিসিক বরিশাল জেলা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের আয়োজনে এবং বিসিক বরিশাল জেলা কার্যালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন বিসিক, বরিশালের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম।
কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্প ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি এবং কোর্স সমন্বয়কারী হিসেবে রয়েছেন সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম। প্রশিক্ষণে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক (ভা.) মোঃ নজরুল ইসলাম বলেন,
শিল্প ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট বিষয়ক এই প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোর্স পরিচালক প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি বলেন- চলতি বছরে সারা বাংলাদেশে ফিল্ড লেভেলে চারটি কোর্স আয়োজন করা হবে, যার মধ্যে এটি তৃতীয় কোর্স এবং তা বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ সম্ভাবনাময় ও বিদ্যমান শিল্প মালিক, শিল্পকারখানায় নিয়োজিত কর্মকর্তা ও ব্যবস্থাপক, কমপ্লায়েন্স অফিসার, ফ্রেশ গ্রাজুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর।
তিনি আরও জানান, কোর্সের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে— ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স পরিচিতি ( গুরুত্ব, ডকুমেন্টেশন ও সার্টিফিকেশন), কমপ্লায়েন্স অডিট, ফায়ার সেইফটি, বিল্ডিং সেইফটি, ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়ার্স কোড অফ কন্ডাক্ট ও সংশোধনী উদ্যোগ, ILO কনভেনশনসমূহ, শ্রম আইন ২০০৬, উৎপাদনশীলতা উন্নয়নের কৌশল ( Japanese KAIZEN, 5s এর আলোকে), গ্রীন ফ্যাক্টরি, শিল্প পরিচালনায় চতুর্থ শিল্প বিপ্লব, সাইবার সিকিউরিটি, HS কোড ইত্যাদি।
কোর্স সমন্বয়কারী মোঃ জুবায়ের ইসলাম বলেন- এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সফলভাবে শিল্প প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা অর্জন করবেন। কোর্সটি সন্তোষজনকভাবে সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে, যা শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়তা করবে।
বিআলো/ইমরান



