• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশাল বিসিকে শিল্প ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ম্যানেজমেন্ট শীর্ষক প্রশিক্ষণ শুরু 

     dailybangla 
    04th Jan 2026 11:34 pm  |  অনলাইন সংস্করণ

    মনিরুজ্জামান মনির: বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) বরিশাল জেলা কার্যালয়ের উদ্যোগে শিল্প ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ম্যানেজমেন্ট শীর্ষক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

    রবিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিসিক বরিশাল জেলা কার্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। বিসিক ট্রেনিং ইনস্টিটিউটের শিল্প ব্যবস্থাপনা অনুষদের আয়োজনে এবং বিসিক বরিশাল জেলা কার্যালয়ের সহযোগিতায় এই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।

    প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম (ভার্চুয়ালি)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক বরিশাল জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ নজরুল ইসলাম।

    কোর্স ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন শিল্প ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অনুষদ সদস্য প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি এবং কোর্স কো-অর্ডিনেটর হিসেবে রয়েছেন সহকারী অনুষদ সদস্য মোঃ জুবায়ের ইসলাম। প্রশিক্ষণে মোট ২৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।

    অতিথির বক্তব্যে উপ-মহাব্যবস্থাপক (ভা.) মোঃ নজরুল ইসলাম বলেন, শিল্প ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স ম্যানেজমেন্ট বিষয়ক এই প্রশিক্ষণ প্রশিক্ষণার্থীদের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    কোর্স ডিরেক্টর প্রকৌশলী স্বর্ণা আইচ মিমি বলেন- চলতি বছরে সারা বাংলাদেশে ফিল্ড লেভেলে চারটি কোর্স আয়োজন করা হবে, যার মধ্যে এটি তৃতীয় কোর্স এবং তা বরিশালে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রশিক্ষণ সম্ভাবনাময় ও বিদ্যমান শিল্প মালিক, শিল্পকারখানায় নিয়োজিত কর্মকর্তা ও ব্যবস্থাপক, কমপ্লায়েন্স অফিসার, ফ্রেশ গ্রাজুয়েট এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর।

    তিনি আরও জানান, কোর্সের মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে—
    শিল্প পরিচালনা ব্যবস্থাপনা, ফায়ার ও বিল্ডিং সেফটি, ইমার্জেন্সি কর্মপরিকল্পনা, কেমিক্যাল সেফটি, ই-ওয়েস্ট ম্যানেজমেন্ট, বায়ার্স কোড অব কন্ডাক্ট, কমপ্লায়েন্স অডিট, সংশোধনী উদ্যোগ, আইএলও কনভেনশন, শ্রম আইন ২০০৬, উৎপাদনশীলতা উন্নয়ন কৌশল (জাপানিজ কাইজেন ও 5S), লিন ফ্যাক্টরি, স্মার্ট ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রিয়াল কমপ্লায়েন্স সার্টিফিকেশন এবং ডকুমেন্টেশনের গুরুত্ব ও নিয়মাবলি।

    কোর্স কো-অর্ডিনেটর মোঃ জুবায়ের ইসলাম বলেন- এই প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা সফলভাবে শিল্প প্রতিষ্ঠান পরিচালনার সক্ষমতা অর্জন করবেন। কোর্সটি সন্তোষজনকভাবে সম্পন্নকারীদের সরকারি সনদপত্র প্রদান করা হবে, যা শিল্প প্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ সহায়তা করবে।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031