বরিশাল বোর্ডে হতাশার ফল, পাসের হার ৬২.৫৭ শতাংশ
নিজস্ব প্রতিবেদক: এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ, আর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর বরিশাল বিভাগের ছয় জেলার ৩৪৯টি কলেজ থেকে মোট ৬১ হাজার ৪৮১ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৯ হাজার ৯১ জন ছাত্র এবং ৩২ হাজার ৩৯০ জন ছাত্রী। পাশ করেছে মোট ৩৭ হাজার ৬৬ জন।
গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। ফলে এ বছর পাসের হার কমে ১৯ দশমিক ২৮ শতাংশ পয়েন্ট। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী বলেন, “পাসের হার কিছুটা কমলেও শিক্ষার্থীদের ফলাফল সামগ্রিকভাবে সন্তোষজনক। আমরা গুণগত শিক্ষার ওপর আরও জোর দিচ্ছি।”
বিআলো/শিলি