• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বরিশাল-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা: ফেসবুক ভিডিওতে অর্থসহায়তার আবেদন ফুয়াদের 

     অনলাইন ডেক্স 
    05th Jan 2026 5:31 pm  |  অনলাইন সংস্করণ

    ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ ও মুলাদী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী প্রচারণার ব্যয় নির্বাহের জন্য তিনি দেশবাসীর কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন।

    সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ এ আবেদন জানান। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক এই অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া ও সহযোগিতা।”

    ভিডিও বার্তায় তিনি আরও উল্লেখ করেন, “২০২৪ সালের গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই চলমান রাখা শহীদদের রেখে যাওয়া আমানত। আসুন, সবাই মিলে শহীদ ওসমান হাদির দায় ও দরদের বাংলাদেশ গড়ি এবং ইনসাফ ও আজাদির লড়াই অব্যাহত রাখি।”

    এদিকে সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, অনুদান পাঠাতে গিয়ে অনেকেই বিকাশে সমস্যার কথা জানিয়েছেন। এ কারণে তিনি একটি বিকল্প বিকাশ নম্বর প্রকাশ করেন। পাশাপাশি যারা ইতোমধ্যে অনুদান পাঠিয়েছেন এবং ভবিষ্যতে পাঠাবেন, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

    উল্লেখ্য, এর আগেও এবি পার্টি ও ন্যাশনাল সিটিজেনস পার্টি (এনসিপি) সংশ্লিষ্ট কয়েকজন নেতা-কর্মীকে নির্বাচনী তহবিল সংগ্রহে সক্রিয় হতে দেখা গেছে। এনসিপি থেকে পদত্যাগ করা তাসনিম জারাসহ আরও কয়েকজন এ কার্যক্রমে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

    বিআলো/ইমরান

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031