বরিশাল-৩ আসনে লাঙ্গল প্রার্থীর পক্ষে গণসংযোগে হাবিবা কিবরিয়া, খানপুড়ায় কর্মশালা
ফাহিম আহমেদ (বাবুগঞ্জ), বরিশাল: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পাওয়ার পরদিনই বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক দুইবারের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুর পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় সাধারণ জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশে লিফলেট বিতরণ ও গণসংযোগে অংশ নেন তার সুযোগ্য কন্যা হাবিবা কিবরিয়া। এ সময় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং জাতীয় পার্টির উন্নয়নমূলক ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুড়া এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই স্থানে আয়োজিত এক কর্মশালায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
এ সময় বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
বিআলো/ইমরান



