বর্তমানে দেশে ৮০ লাখ মাদকাসক্ত: সেমিনারে বক্তারা
নিজস্ব প্রতিবেদক: বছরে প্রায় ৫০০ নারী স্বামীর হাতে এবং ২০০’র বেশি পিতা-মাতা সন্তানের হাতে প্রাণ হারান মাদকাসক্তির প্রভাবে সৃষ্ট পারিবারিক সহিংসতায়। এ তথ্য তুলে ধরে সেমিনারে বক্তারা বলেন, দেশে বর্তমানে ৮০ লাখ মানুষ মাদকের সঙ্গে জড়িয়ে পড়েছে এবং এই সংখ্যা ২০৩০ সালের মধ্যে ১ কোটিতে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
সম্মিলিত নারী প্রয়াস-এর উদ্যোগে আজ বৃহস্পতিবার বিকাল ৩:৩০টায় জাতীয় প্রেসক্লাবের মানিক মিয়া হলে আয়োজিত “আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫” উপলক্ষে সেমিনারে এসব তথ্য উঠে আসে। এবারে সেমিনারের প্রতিপাদ্য ছিল “শৃঙ্খলা ভাঙ্গার পত্যয়: প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসনে”।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন, অধ্যাপক, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রফেসর ড. লাসনা কবির, অধ্যাপক, লোক প্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়,অধ্যাপক সালেহা ইয়াসমীন, অধ্যাপক, ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রফেসর ড. শামীমা তাসনীম, সভাপতি, সম্মিলিত নারী প্রয়াস। সমাপনী বক্তব্য রাখেন, ড. ফেরদৌস আরা বকুল, সেক্রেটারি, সম্মিলিত নারী প্রয়াস। কবিতা পাঠ ও বক্তব্য দেন, ডা. শাহীন আরা আনোয়ারী, সহসভাপতি, সম্মিলিত নারী প্রয়াস।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সাবিনা ইয়াসমিন বলেন, মাদক সমাজে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে। তরুণ প্রজন্ম মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েছে, যার জন্য রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিরাও দায় এড়াতে পারেন না।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অবক্ষয়ের ফলে শিক্ষার্থীদের মধ্যে মাদক সেবনের বিরুদ্ধে আত্মনিয়ন্ত্রণ বা খোদাভীতি দুর্বল হয়ে পড়েছে।

মূল প্রবন্ধে ড. শামীমা বলেন, এক মাদকাসক্ত সন্তান মাকে অনুরোধ করছে তাকে শিকলে বেঁধে রাখতে—এটি শুধু একটি গল্প নয়, হাজারো বাস্তবতার প্রতিচ্ছবি। মাদকের সহজলভ্যতা, তথ্যের ঘাটতি, সরকারি উদাসীনতা এবং ধর্মীয় অনুশাসনের অভাব আমাদের সন্তানদের ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
সমাপনী বক্তব্যে ড. বকুল বলেন, “একজন সন্তান মাদকে জড়িয়ে গেলে পুরো পরিবার ধ্বংস হয়। পরিবারে ধর্মীয় চর্চা বাড়ানো, বিজাতীয় সংস্কৃতি থেকে সন্তানদের দূরে রাখা এবং পারিবারিক সম্পর্কের বন্ধনকে দৃঢ় করা এখন সময়ের দাবি।”
সেমিনারে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান, মাদক বিরোধী আইন কঠোরভাবে প্রয়োগ, পুনর্বাসন ও চিকিৎসা কেন্দ্র বাড়ানো, শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় ও নৈতিক শিক্ষা পুনরায় অন্তর্ভুক্ত করা এবং পরিবারের ভূমিকা জোরদার করার।
বিআলো/এফএইচএস