• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বর্বর রাজনীতি রাবিতে আবার শুরু হয় কিনা, সেই আতঙ্কে আছে শিক্ষার্থীরা: রাবি ছাত্রদল আহ্বায় 

     dailybangla 
    04th May 2025 11:21 pm  |  অনলাইন সংস্করণ

    তাজনিন নিশাত ঋতু, রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে আছে যে, বর্বর রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার শুরু হয় কিনা! কখন কার রগ কেটে দেওয়া হয়, কখন গুপ্তচরের মতো পিটিয়ে হত্যা করে দেওয়া হয়।

    সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চিহ্নিত হামলাকারী, জুলাই-আগস্টের হত্যাকান্ডে মদদদাতা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার (৪ মে) আয়োজিত এক প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি।

    কর্মসূচিটি দুপুর দেড়টার দিকে শাখা ছাত্রদলের দলীয় টেন্ট বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের পিছন থেকে একটি মিছিলের মাধ্যমে শুরু করা হয়।

    মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনে সামনে এসে শেষ হয়। এরপর সেখানে অবস্থান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও অংশগ্রহণ করতে দেখা যায়।

    অবস্থান কর্মসূচিতে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী আরও বলেন, বিগত কিছুদিন আগে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মহাপবিত্র গ্রন্থ আল কুরআন পুড়িয়ে দেওয়া হয়েছে এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবনের সনাতন ধর্মাবলম্বীদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অথরিটি, তাকে জিম্মি করে তার বাসভবনের তালা মেরে সহিংস রাজনীতির হুমকি-ধমকে যারা দিয়েছে, (তাদের ভয়ে) আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে আছে যে, বর্বর রাজনীতি রাজশাহী বিশ্ববিদ্যালয় আবার শুরু হয় কিনা! কখন কার রগ কেটে দেওয়া হয়, কখন গুপ্তচরের মতো পিটিয়ে হত্যা করে দেওয়া হয়।

    তিনি বলেন, অতীতে যেভাবে বোমার রাজনীতি করেছে, অতীতে যেভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দের রগ কেটে দেয়া হয়েছে, আহত করা হয়েছে- সেই ধরনের বর্বর রাজনীতির পায়তারা আমরা অনুভব করছি৷ এইসবের প্রতিবাদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাবি শাখা সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে প্রতিবাদ মিছিল অবস্থান কর্মসূচি পালন করছি।

    কর্মসূচিতে অন্যদের মধ্যে শাখা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক রাশেদ আলী, সর্দার জহুরুল, মেহেদী হাসান, শফিকুল ইসলাম, সাকিলুর রহমান সোহাগ, মাহমুদুল মিঠু-সহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930