• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাই শহীদরা এখনও সম্মাননা পায়নি: নাজমুল হাসান 

     dailybangla 
    03rd Jul 2025 8:37 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার হুকুমে যে গণহত্যা করা হয়েছিলো তার বিচার হতে হবে। আন্দোলনের সময় যে সব শিক্ষার্থী পুলিশের গুলিতে ও ছাত্রলীগের সন্ত্রাসী দ্বারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত ও বিগত ১৬ বছর সরকারে থাকার সময় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপি ও নেতারা যে দুর্নীতি করেছে এবং ঘুম-খুন হয়েছে তার দ্রুত বিচার করতে হবে বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সাধারণ সম্পাদক নাজমুল হাসান ।

    বৃহস্পতিবার ৩ জুলাই রায়েরবাজার বৈধভূমি জুলাই গণ-অভ্যুত্থানের গণ কবরের শায়িত বীর রণাঙ্গনের শহীদদের কবরস্থানে বিশেষ কর্মসূচি পালনে পবিত্র কুরআনের তেলাওয়াত, কবর জিয়ারত ও দোয়া মোনাজাত পরবর্তী মিডিয়ায় সামনে এই কথা বলেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান।

    ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, আপনারা জানেন এখানে ২৪শে জুলাই গণআন্দোলনের সময় প্রায় শেষ পর্যায়ে ৫০-৬০কে বেওয়ারিশ হিসেবে গণকবর দিয়েছে , আমরা এখানে এসেছি তাদের জন্য দোয়া করার জন্য, বিগত ফ্যাসিস সরকার গণতান্ত্রিক প্রক্রিয়াগুলোকে বারবার দীর্ঘায়িত করা হয়েছে। কেবল সরকার পরিবর্তন নয়,২৪ এর গণঅভ্যুত্থান যাতে ব্যর্থ না হয় সেটা মাথায় রেখে আমরা পুরনো শাসন কাঠামো পরিবর্তনের কথা বলছি। যেখানে প্রকৃত গণতন্ত্র, ইনসাফ এবং সাম্য নিশ্চিত করা সম্ভব হবে।

    তিনি বলেন,শহীদদের নিয়ে যখন বিভিন্ন মহল দলীয়করণ ও ক্রেডিটের রাজনীতি করার চেষ্টা করছে, ঠিক তখন জুলাই স্পিরিট ধরে রাখতে ছাত্র অধিকার পরিষদ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ৫ আগস্ট-পরবর্তীসময় থেকে আজ অবধি ছাত্র অধিকার পরিষদ যথাযথ ধারাবাহিকভাবে জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে নানাবিধ অর্থবহ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

    নাজমুল হাসান আরোও বলেন – এই দেশে যেন আর কখনো কেউ আওয়ামী লীগ হওয়ার সাহস না পায়! প্রতিটি বিশ্ববিদ্যালয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি ছাত্র অধিকার পরিষদের। গণঅভ্যুত্থান
    বর্ষপূর্তি বছর পূর্ণ হলেও জুলাইয়ের শহীদরা এখনও সম্মাননা পায়নি।

    রায়েরবাজার বৈধভূমি জুলাই গণ-অভ্যুত্থানের গণ কবরের শায়িত বীর রণাঙ্গনের শহীদদের কবরস্থানে পবিত্র কুরআনের তেলাওয়াত,কবর জিয়ারত দোয়া ও মোনাজাতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ খান বাপ্পি সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখছেন নাজমুল হাসান সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, আরো উপস্থিত ছিলেন – যথাক্রমে কামাল হোসেন সুমন সহ -সভাপতি জিহাদুল ইসলাম ইউসুফ সাংগঠনিক সম্পাদক ,একে এম রাকিব সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ,নোমান আল মুন সভাপতি -ঢাকা কলেজ,আকাশ চৌধুরী, সভাপতি -বাঙলা কলেজ, এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930