বলিউডে নতুন বিয়ের গুঞ্জন, মোদি পরিবারে পা রাখতে পারেন শ্রদ্ধা
বিনোদন ডেস্ক: বলিউডে আবারও বিয়ের খবরের গুঞ্জন। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর এবার নাকি জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই তিনি চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন।
দীর্ঘদিন ধরেই শ্রদ্ধা ও রাহুলের সম্পর্ক বলিউডে আলোচনার বিষয়। কফিশপ থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিগত ও হাই-প্রোফাইল অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে এই জুটিকে। তবে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে খুব একটা কথা বলতে দেখা যায়নি শ্রদ্ধাকে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের প্রশ্নের জবাবে শ্রদ্ধা সরাসরি জানান, তিনি বিয়ে করতে যাচ্ছেন। এরপর থেকেই তার বিয়ে নিয়ে জল্পনা আরও জোরালো হয়।
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি ক্যামেরার আড়ালের পরিচিত মুখ। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ ও ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।
সূত্রের দাবি, রাজস্থানের উদয়পুরে একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে ঘরোয়া আয়োজনে বিয়ের অনুষ্ঠান হতে পারে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে এই রাজকীয় আয়োজন।
যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে অনেক আগেই।
বিআলো/শিলি



