• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা গ্রুপের সাথে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী ফিনল্যান্ডের ব্যবসায়ীরা 

     dailybangla 
    09th Apr 2025 7:20 pm  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: বসুন্ধরা গ্রুপের সাথে হেভি ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি হস্তান্তর, রিনায়েবল এনার্জি, স্বাস্থ্য – সেবা এবং টেকসই উন্নয়ন খাতে ব্যবসায় সম্প্রসারণে আগ্রহী উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ডের বিনিয়োকারীরা। বর্তমানে দেশটির বিনিয়োগকারিদের নিয়ে ঢাকা সফররত দেশটির অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা এই আগ্রহ প্রকাশ করেছেন।

    বুধবার সকালে ঢাকায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার্সে ফিনল্যান্ডের ব্যবসায়িক প্রতিনিধি দলের বসুন্ধরা গ্রুপের বৈঠক শেষে রাষ্ট্রদূত কিমো বলেন, “বসুন্ধরা গ্রুপের ইতিমধ্যেই বেশ কয়েকটি ফিনিশ কোম্পানির সাথে যুক্ত আছে যারা কার্যক্রম সম্প্রসারণ করতে আগ্রহী”।

    রাষ্ট্রদূতসহ বিজনেস ফিনল্যান্ডের প্রতিনিধিদলকে স্বাগত জানান বসুন্ধরা গ্রুপের সেক্টর সির চীফ অপারেশন অফিসার শাহেদ জাহিদ।

    ফিনিশ প্রতিনিধিদলে ছিলেন, কুলব্রুকের প্রকল্প পরিচালক শ্রীনিবাসন শ্রীরামুলু, এলেম্যাটিকের সন্দীপ কুমার, কোনেক্রেনসের কান্ট্রি ডিরেক্টর রতন বিশ্বাস, মিরাসিসের ব্যবস্থাপনা পরিচালক অরিন্দম দাস সরকার, রুটা ডিজিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা কুমার অভিজিৎ, ওয়ার্টসিলার সাইফুল ইসলাম, ওয়্যারপাসের আঞ্চলিক প্রধান মারুথি মাল্লেপাল্লি, ফিনল্যান্ড দূতাবাসের আন্টি হেরলেভি এবং লিরিস মাত্তা, বিজনেস ফিনল্যান্ডের আঞ্চলিক পরিচালক গিটা পেরেজ, পাইভি মাহোনেন এবং ধর্মেশ শরণ।

    দ্বিপাক্ষিক আলোচনার পরে গণমাধ্যমের সাথে কথা বলেন ফিনল্যান্ডের রাষ্ট্রদূত। ফিনিশ প্রতিনিধিদল মঙ্গলবার অন্তর্বর্তীকালীন সরকারের সাথেও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

    রাষ্ট্রদূত কিমো বলেন, ফিনল্যান্ড এবং বাংলাদেশের সাথে অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের একটি ব্যবসায়িক প্রতিনিধিদলও রয়েছে। বসুন্ধরা গ্রুপে সাথে আজকের বৈঠটি গুরুত্বপূর্ণ। বৈঠকে প্রযুক্তি, টেকসই নির্মাণ, প্রকৌশল, জ্বালানি এবং টেকসই উন্নয়নের উপর আলোকপাত করা হয়েছে।

    আইসিটি এবং টেকসই উন্নয়ন এমন দুটি ক্ষেত্র যেখানে ফিনল্যান্ডের শক্ত অবস্থান রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিনিয়োগ পরিকল্পনা নিয়ে এখন বলার সময় আসেনি,”
    বসুন্ধরা গ্রুপের সেক্টর সির চীফ অপারেশন্স অফিসার শাহেদ জাহিদ বলেন, ফিনিশ প্রতিনিধিরা বৈঠকে বসুন্ধরা গ্রুপের সাথে সহযোগিতার সম্ভাব্য দিকগুলি নিয়ে আলোচনা করেছেন।
    তিনি বলেন, “মূলত, আমরা পেপার ও সিমেন্ট সেক্টর, প্রি-কাস্ট বিল্ডিং এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। তারা আমাদের সাথে ব্যবসায় আগ্রহী। তারা জীবাশ্ম জ্বালানি-ভিত্তিক সিস্টেমকে বৈদ্যুতিক সিস্টেমে প্রতিস্থাপনের জন্য সিমেন্ট সেক্টরে প্রযুক্তি হস্তান্তর নিয়ে আলোচনা করেছেন, যা খুবই আশাব্যঞ্জক।”

    ‘এই মুহূর্তে বাংলাদেশে সল্পসুদে ঋণের অভাব রয়েছে যেখানে ফিনিশ সরকার দ্বিপাক্ষিক বিনিয়োগ কাঠামোর মাধ্যমে আমাদের সাথে সহযোগিতা করতে পারে’- বলে আশা প্রকাশ করেন শাহেদ জাহিদ।

    তিনি বলেন, কাগজ, কেমিক্যাল, প্রযুক্তি এবং চিকিৎসা খাতে তাদের টেকনলজি ও ইকুইপমেন্ট শেয়ার করার বিষয়ে ফিনিশ প্রতিনিধির আগ্রহ রয়েছে। অর্থনীতির উপর আস্থা বৃদ্ধির কারণে ব্যবসায়ী নেতাসহ বিদেশী প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। আজকের বৈঠক খুবই আশাব্যঞ্জক।

    বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডিএমডি মোস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কেএম জাহিদ উদ্দিনসহ বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

    বিআলো তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    September 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930