• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা পিএইচসি পাইলের সঙ্গে ড্রাইভিং কোম্পানিগুলোর সমঝোতা স্মারক স্বাক্ষর 

     dailybangla 
    08th Jan 2026 11:59 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পিএইচসি পাইল দেশের শীর্ষস্থানীয় পিএইচসি পাইল ড্রাইভিং কোম্পানিগুলোর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। নির্মাণ ও অবকাঠামো খাতে পারস্পরিক সহযোগিতা জোরদার এবং আন্তর্জাতিক মানসম্পন্ন ফাউন্ডেশন সল্যুশন নিশ্চিত করাই এই চুক্তির মূল লক্ষ্য।

    এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় রাজধানীর আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে এক আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে গুণগত মান, দক্ষতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিতের পাশাপাশি দেশের অবকাঠামো ও নির্মাণ খাতে টেকসই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিআরএমসিআইএল) কেএম জাহিদ উদ্দিন, এসবিজি ও ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর শহীদ হাসান লিন।

    এছাড়া আরও উপস্থিত ছিলেন এসবিজির হেড অব সেলস (পিএইচসি পাইল ও পিসি ওয়াল) মো. এনামুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং—সিমেন্ট, রিয়েল এস্টেটস ও কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস) শাকেব কামাল আহমেদসহ সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট পিএইচসি পাইল ড্রাইভিং কোম্পানিগুলোর প্রতিনিধিবৃন্দ।

    সমঝোতা স্মারকে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের পক্ষে স্বাক্ষর করেন কেএম জাহিদ উদ্দিন। পিএইচসি পাইল ড্রাইভিং কোম্পানিগুলোর পক্ষে স্বাক্ষর করেন তাদের মালিক ও মনোনীত প্রতিনিধিরা।

    এই চুক্তির আওতায় পিএইচসি পাইল সরবরাহ, স্থাপন ও প্রযুক্তিগত সহযোগিতার ক্ষেত্রে পারস্পরিক সমন্বয় আরও জোরদার করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক মান অনুসরণ ও আধুনিক প্রকৌশল চর্চা বাস্তবায়নের মাধ্যমে বড় পরিসরের অবকাঠামো, শিল্প ও আবাসন প্রকল্পে উন্নতমানের ফাউন্ডেশন সল্যুশন নিশ্চিত করা সম্ভব হবে বলে আয়োজকরা মনে করছেন।

    সংশ্লিষ্টরা জানান, এই কৌশলগত অংশীদারিত্ব বসুন্ধরা পিএইচসি পাইলকে দেশের নির্মাণ সামগ্রী খাতে নেতৃত্বের অবস্থান আরও সুদৃঢ় করতে সহায়তা করবে এবং নিরাপদ, টেকসই ও দীর্ঘস্থায়ী অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানটি ভবিষ্যৎ সহযোগিতা, উদ্ভাবন এবং নির্মাণ শিল্পে দীর্ঘমেয়াদি অগ্রগতির প্রত্যাশা নিয়ে সফলভাবে সম্পন্ন হয়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031