• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা সিটিতে দুই সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’ শুরু 

     dailybangla 
    21st Aug 2025 4:24 am  |  অনলাইন সংস্করণ

    অর্থনৈতিক প্রতিবেদক: ঋতুর রানী শরতের আগমনে রাজধানীর অন্যতম বৃহৎ শপিং ডেস্টিনেশন বসুন্ধরা সিটি শপিং মল-এ বুধবার থেকে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ক্লিয়ারেন্স সেল ও ফ্যাশন ফেস্ট’। উৎসবটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।

    রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটি শপিং মলের বর্ণাঢ্য আয়োজনে এ উৎসবের উদ্বোধন করেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।

    উদ্বোধনী অনুষ্ঠানে শেখ এহসান রেজা বলেন—
    “বসুন্ধরা সিটি সবসময়ই দর্শনার্থীদের নতুন ফ্যাশন ট্রেন্ডের সাথে পরিচিত করাতে এবং ক্রেতাদের জন্য ভ্যালু অ্যাডিশন করতে সচেষ্ট। শরতের এই উৎসবে একদিকে নতুন কালেকশন উন্মোচিত হচ্ছে, অন্যদিকে অংশগ্রহণকারী ব্র্যান্ডগুলোর পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।”

    এবারের উৎসবের টাইটেল স্পন্সর আমিন জুয়েলার্স। ‘পাওয়ার্ড বাই’ অংশে রয়েছে ইনফিনিটি ও মিনিসো। অংশগ্রহণকারী দেশি-বিদেশি ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ডের মধ্যে উল্লেখযোগ্য হলো— ক্লাবহাউস, ইরানি বোরকা বাজার, ফ্রিল্যান্ড, মিনিসো, মেন্স ওয়ার্ল্ড, শিশু পরিবহন, বন্ড ও বে।

    ফ্যাশন ফেস্টে দর্শনার্থীদের জন্য থাকছে নানা আয়োজন। এর মধ্যে রয়েছে— নতুন কালেকশনের ফ্যাশন শো, গ্রাহকদের জন্য বিশেষ ডিসকাউন্ট অফার, লাইভ এন্টারটেইনমেন্ট ও ইন-স্টোর অ্যাক্টিভেশন, আকর্ষণীয় সেলফি কর্নার (ফটোবুথ) এবং প্রাণবন্ত ফ্ল্যাশ মোব।

    শরতের অনন্য ফ্যাশন অভিজ্ঞতা, বিনোদন ও শপিংয়ের অসাধারণ সমন্বয় উপভোগ করতে আজই চলে আসুন বসুন্ধরা সিটি শপিং মলে।

    বিআলো/তুরাগ

     

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031