• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা স্পোর্টস সিটিতে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন 

     dailybangla 
    15th Oct 2025 7:19 pm  |  অনলাইন সংস্করণ

    স্পোর্টস রিপোর্টার: বসুন্ধরা স্পোর্টস সিটিতে জমকালো আয়োজনে শুরু হয়েছে ‘৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ-২০২৫’। প্রতিযোগিতা চলবে ১৩ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত। এবারে মোট ১৮০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন।

    সোমবার (১৩ অক্টোবর) বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া। তিনি বেলুন উড়িয়ে ও টুর্নামেন্টের জার্সি উন্মোচন করে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন।

    এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি. এম. কামরুল ইসলাম, এসপিপি (অব), নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উর্মি গ্রুপের পরিচালক ফায়েজ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মিডিয়া উপদেষ্টা আব্দুল বারী, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি আসিফ মাহমুদ সজীব ভূইয়া বলেন, গত চার বছরে দেশে স্কোয়াশ যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে সামনে এর সুদিন আসবেই।

    ফেডারেশনের সাধারণ সম্পাদক জি. এম. কামরুল ইসলাম বলেন, স্কোয়াশকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া, নতুন খেলোয়াড় তৈরি করা এবং খেলার মান উন্নয়ন, প্রচার ও প্রসারের মাধ্যমে বাংলাদেশের স্কোয়াশকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন।

    উর্মি গ্রুপের পরিচালক ফায়েজ রহমান বলেন, খেলার প্রচার ও প্রসারের সঙ্গে আগামী দিনগুলোতেও উর্মি গ্রুপ ফেডারেশনের পাশে থাকবে।

    বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অব.) মোহসিনুল করিম বলেন, বাংলাদেশে মৃত্যুপথযাত্রী স্কোয়াশ খেলাকে পুনরুজ্জীবিত করতে বসুন্ধরা গ্রুপ সব সময় ফেডারেশনের পাশে থাকবে।

    উল্লেখ্য, উর্মি গ্রুপ ও তুরাগ অ্যাকটিভের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন আয়োজিত এ প্রতিযোগিতা জাতীয় পর্যায়ে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

    সময়ের বিবর্তনে ম্লানমুখী এই খেলাকে বৃহৎ পরিসরে এগিয়ে নিতে বসুন্ধরা গ্রুপ ও বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের মধ্যে বছরের জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে খেলোয়াড়রা বসুন্ধরা স্পোর্টস সিটির আধুনিক সব সুবিধা ব্যবহার এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

    আয়োজক কর্তৃপক্ষ জানায়, ১ অক্টোবর থেকে শুরু হওয়া আঞ্চলিক পর্বে দেশের ২৫টি প্রতিষ্ঠানের ১৮০ জন প্রতিযোগী অংশ নেন। সেখান থেকে নির্বাচিত ৮০ জন খেলোয়াড়কে নিয়ে শুরু হয়েছে চূড়ান্ত পর্বের লড়াই।

    নয়টি গ্রুপে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। গ্রুপগুলো হলো—উন্মুক্ত নারী, উন্মুক্ত পুরুষ, উন্মুক্ত মেম্বার, ১১ বছরের নিচে, ১২-১৩ বছর, ১৪-১৫ বছর বয়সী ছেলে ও মেয়েদের পৃথক বিভাগ।

    চার দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে।
    ১৬ অক্টোবর বিকাল ৩টায় বসুন্ধরা স্পোর্টস সিটিতে অনুষ্ঠিত হবে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী ক্লাব ও প্রতিষ্ঠানগুলো হলো— ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (আইইউবি), মিরপুর আইডিয়াল কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, ভাষানটেক সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ, শহীদ আনোয়ার কলেজ, কালশী ইসলামিয়া হাই স্কুল, গোল্ডেন বাংলা আইডিয়াল স্কুল, ফাতেমা আজিজ স্কুল, জামুরীপাড়া স্কুল (ঠাকুরগাঁও), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, কালাচাঁদপুর স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ক্লাব, গুলশান ক্লাব, চট্টগ্রাম ক্লাব, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়, উত্তরা পুলিশ কলেজ ও ঢাকা স্কোয়াশ একাডেমি।

    উন্মুক্ত পুরুষ গ্রুপে খেলবেন—উত্তরা ক্লাবের সুমন ও আরিফ, গুলশান ক্লাবের সৈকত, চট্টগ্রাম ক্লাবের সাইফুল, বিকেএসপির সাইমুন, পারভেজ, আমিনুল, এবং আর্মির রনি, শাহাদাৎ, মাসুম, আপন, রাকিব, আজিজ, নায়েব, সাজ্জাত ও শরিফ প্রমুখ।

    মেয়েদের গ্রুপে রয়েছেন—আইইউবি’র উর্ধু ও জ্যোতি, শহীদ আনোয়ার কলেজের রাফিয়া, নির্ঝর স্কুলের নাবিলা, উত্তরা পুলিশ কলেজের চাঁদনী সরকার, ভাষানটেক স্কুলের ফাহমিদা ও মেঘনা, গোল্ডেন বাংলা স্কুলের মীম।

    উন্মুক্ত মেম্বার গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করবেন—ফজলে ওয়ালী, ওয়ালিদ হাসান, জাকির মো. হোসাইন, মো. আবু কায়সার, আশিকুর রহমান, মো. রায়হান, ব্রি. জে. আজিজ, মো. আহসান, লে. কর্নেল সামস, মোহাম্মদ হক আলিফ, ব্রি. জে. আসাদ, সাদমান উদ্দিন খান, ব্যারিস্টার সারোয়ার ও মো. মবিন।

    চার দিনব্যাপী এ আসরে প্রতিটি গ্রুপের শ্রেষ্ঠত্বের জন্য চলবে টানটান প্রতিদ্বন্দ্বিতা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031