• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বসুন্ধরা স্পোর্টস সিটিতে শেষ হলো ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 

     dailybangla 
    16th Oct 2025 7:58 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: জাঁকজমকপূর্ণ আয়োজনে শেষ হলো ৫ম জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ ২০২৫। বৃহস্পতিবার বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনার স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

    এবারের প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপে চ্যাম্পিয়ন হন, মেয়েদের অনূর্ধ্ব-১৩ গ্রুপে আরিকা সুলতানা, অনূর্ধ্ব-১৫ গ্রুপে মায়ানুর, উন্মুক্ত মহিলা গ্রুপে চাঁদনী সরকার, ছেলেদের অনূর্ধ্ব-১৩ গ্রুপে শাহরিয়ার নাফিজ, অনূর্ধ্ব-১৫ গ্রুপে মেহেদি হাসান, পুরুষ উন্মুক্ত গ্রুপে শাহাদাৎ হোসেন, মেম্বার গ্রুপে চট্টগ্রাম ক্লাবের ফজলে ওয়ালি। এছাড়া বিশেষ পুরস্কার পেয়েছেন ঢাকা স্কোয়াশ একাডেমির জিহাদ।

    বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম।

    এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, এসপিপি (অবঃ), ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যগণ, বসুন্ধরা স্পোর্টস সিটির পরিচালক মেজর (অবঃ) মোহসিনুল করিম, উর্ধ্বতন কর্মকর্তা, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড় এবং অভিভাবকবৃন্দ।

    চার দিনব্যাপী এই প্রতিযোগিতা শুরু হয় ১৩ অক্টোবর, যার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া।

    প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বসুন্ধরা গ্রুপ নিজস্ব কর্মকাণ্ডের পাশাপাশি খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে পৃষ্ঠপোষকতা করে থাকে। আশা করি, অন্যান্য খেলার মতো আগামী দিনগুলোতেও তারা স্কোয়াশ খেলার উন্নয়নে অবদান রাখবে।

    বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক তাঁর বক্তব্যে বলেন, সম্পদের স্বল্পতা ও নিজস্ব কোর্ট না থাকা সত্ত্বেও গত পাঁচ বছরে একটি পরিকল্পনার আওতায় আমরা স্কোয়াশ খেলাকে একটি পর্যায়ে আনতে পেরেছি। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ শিগগিরই আন্তর্জাতিক পর্যায়ে ভালো করতে পারবে।

    তিনি আরও বলেন, পরবর্তী এসএ গেমসে আমাদের লক্ষ্য মানসম্মত দল প্রেরণ এবং পদক জয় করা।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031