বাঁশখালীতে ধানের শীষের প্রার্থী পাপ্পার সমর্থনে গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : দেশ ও গণমানুষের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানিয়ে বাঁশখালী আসনে ধানের শীষের প্রার্থী পাপ্পার সমর্থনে বাঁশখালী পৌর এলাকায় ছাত্রদল নেতা জিহানের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বিকালে বাঁশখালী পৌরসভা ছাত্রদলে উদ্যোগে বিএনপির মনোনীত প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পার সমর্থনে উপজেলা ও পৌরসভার প্রধান সড়কে এবং বিভিন্ন অলিগলিতে পাড়া মহল্লায় এ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
বাঁশখালী পৌরসভা ছাত্রদলের সাবেক সহ সভাপতি খালেদ বিন আব্দুল্লাহ জিহানের নেতৃত্বে এই নির্বাচনী প্রচারণা, গণসংযোগে আরও উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সভাপতি সাজেদুল ইসলাম আবির, জিয়া সাইবার ফোর্স চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য মোহাম্মদ শাকিল,
পেশাজীবী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সদস্য মোহাম্মদ আরিফ, নিরাপদ সড়ক আন্দোলনের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা আহমেদ নেজাম, সদস্য মোহাম্মদ আরিফ, শাহেদ, আজিজ, জিসান হেলাল, সোহেল, ফজল, মাহি, ইরফান, বাবু, জাহেদ, জহির, এনাম, রিয়াজ, মেহেদী, জাহেদ, ইমরান প্রমুখ।
বিআলো/আমিনা



