বাঁশখালী থানা পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার
অনলাইন ডেক্স
18th Dec 2025 9:29 pm | অনলাইন সংস্করণ
মোহাম্মদ ফখরুল ইসলাম,বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ তৎপরতায় হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গত বুধবার (১৭ ডিসেম্বর) বাঁশখালী থানাধীন ০৩ নম্বর খানখানাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খানখানাবাদ সাগরপাড় এলাকায় একটি শিশু ঘোরাঘুরি করছে—এমন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার বাহারছড়া ফাঁড়ির একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়।
পরে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করলে সে তার পরিচয় মো. আরমানুল ইসলাম (১১), পিতা আতাউল করিম, মাতা রেহেনা বেগম, গ্রাম পূর্ব টইটং, থানা পেকুয়া, জেলা কক্সবাজার বলে জানায়। তবে সে কোথায় যাবে সে বিষয়ে কিছু বলতে পারেনি।
শিশুটির নিরাপত্তার স্বার্থে তাকে বাহারছড়া ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে তার দেওয়া নাম ও ঠিকানার ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে তার পিতা-মাতার সন্ধানে কার্যক্রম শুরু করা হয়। একই সঙ্গে বিষয়টি পেকুয়া থানাকেও অবহিত করা হয়েছে।
পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে উদ্ধারকৃত শিশুটিকে সমাজসেবা অফিসার, বাঁশখালী উপজেলা, চট্টগ্রামের কাছে হস্তান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিআলো/ইমরান



