বাঁশির সুরে হৃদয় জয় করছেন মো. নুর হোসেন
তারার আলো প্রতিবেদক: সংগীত মানে শুধু গান নয়-তা হতে পারে এক ধরণের অনুভব, এক ধরণের আত্মার ভাষা। এমনই এক ভাষার সাধক ঢাকার দক্ষিণখান এলাকার বাঁশিশিল্পী মোঃ নুর হোসেন। বাঁশির সুরে তিনি জয় করেছেন সহস্র মানুষের হৃদয়।
মোঃ নুর হোসেন জন্মগ্রহণ করেন ১৯৭৮ সালের ১ ফেব্রুয়ারি, ঢাকার ফায়দাবাদ গ্রামে। পিতা মোঃ মনতাজ উদ্দিন ও মাতা মরিয়ম বেগম-এর আদরের সন্তান নুর হোসেন ছোটবেলা থেকেই ছিলেন সংগীতপ্রেমী। বাঁশির প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে, এক মেলায় গিয়ে তিনি নিজের হাতেই দুটি বাঁশি কিনে আনেন। সেখান থেকেই শুরু হয় তার সুরের পথচলা।
পরবর্তীতে তিনি ওস্তাদ শহীদ খানের কাছ থেকে বাঁশির তালিম নেন। দীর্ঘ ১২ বছর লতিফ সরকার ও পাগল মনির-এর মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে বিভিন্ন মঞ্চে বাঁশি বাজিয়ে সংগীতের মায়াজাল তৈরি করেছেন।

তার বাঁশির সুর শুধু মঞ্চেই নয়, ছড়িয়ে পড়েছে ইউটিউব, সিডি, বিসিডি ও বিভিন্ন অডিও অ্যালবামের মাধ্যমে। উল্লেখযোগ্য কিছু অ্যালবাম হলো, শ্যামের বাঁশি, বাঁশিতে যমুনা, মোহন বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই।
এছাড়াও দেশের বিভিন্ন জনপ্রিয় শিল্পীদের সঙ্গে যৌথভাবে শতাধিক অ্যালবামে তিনি বাঁশি বাজিয়েছেন, যা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
বাঁশির মোলায়েম সুরে ভর করে নুর হোসেন ছুঁয়ে যেতে চান আরও অনেক হৃদয়। সংগীতজগতে তার নিরলস প্রচেষ্টা ও অবদানের জন্য সংগীতপ্রেমী মহলে কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়েছেন অনেকেই।
বিআলো/এফএইচএস