• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে উন্মোচিত হলো অপো রেনো ১৪ সিরিজ, এক নতুন অভিজ্ঞতা 

     dailybangla 
    29th Jul 2025 5:54 pm  |  অনলাইন সংস্করণ

    ডিসকভারির সাথে পার্টনারশিপে উদ্বোধন হলো অপো রেনো ১৪ সিরিজ ৫জি স্মার্টফোন

    এস এম শাহজালাল সাইফুল: বাংলাদেশের প্রযুক্তি বাজারে আবারও চমক নিয়ে এলো অপো। ‘রেনো১৪ সিরিজ ৫জি’ নামে নতুন দুটি স্মার্টফোন উন্মোচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি তুলে ধরলো কেবল ডিভাইস নয়, বরং এক অনন্য অভিজ্ঞতা—যেখানে মিলেছে আধুনিক প্রযুক্তি, সংস্কৃতি ও সৃজনশীলতার ছোঁয়া।

    এই সিরিজের মোবাইল ফোনগুলো এক জমকালো আয়োজনে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। ছিল দেশসেরা রক ব্যান্ড আর্টসেলের মিউজিক্যাল পারফরম্যান্স, ডিজিটাল শিল্পকর্মের প্রদর্শনী, এবং নতুন প্রজন্মের জন্য স্মার্টফোন ফটোগ্রাফির এক নতুন দিগন্ত উন্মোচন।

    রেনো১৪ সিরিজের উদ্বোধন শুধুই একটি প্রযুক্তিপণ্যের প্রদর্শন ছিল না, এটি ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি শিল্পকে ডিজিটাল মাধ্যমে তুলে ধরার এক প্রয়াস। অপোর বৈশ্বিক উদ্যোগ ‘কালচার ইন আ শট’-এর অংশ হিসেবে ‘দ্য স্টোরি অব জামদানি থ্রু রেনো১৪ সিরিজ ৫জি’ প্রজেক্টের মাধ্যমে তুলে ধরা হয় হাজার বছরের ঐতিহ্যকে।

    জামদানির সূক্ষ্ম বুননের প্রতিটি ধাপ ক্যামেরায় ধারণ করা হয়েছে রেনো১৪-এর উন্নত এআই ইমেজিং টুলস ব্যবহার করে। এর ফলে স্থানীয় কারিগরেরা যেমন সম্মানিত হচ্ছেন, তেমনি এই শিল্প ডিজিটাল মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকছে।

    রেনো১৪ সিরিজের দুটি মডেল—Reno14 5G এবং Reno14 F 5G—উভয়েই সৃজনশীল ব্যবহারকারীদের লক্ষ্য করে তৈরি। মোবাইল ফটোগ্রাফির ক্ষেত্রে অপো এবার প্রথমবারের মতো ব্যবহার করেছে ৩.৫x টেলিফটো ক্যামেরা এবং AI Flash Photography সিস্টেম, যা রাতের অন্ধকারেও নিখুঁত ছবি তোলার সুযোগ দেয়।

    এর পাশাপাশি রয়েছে AI Editor 2.0, যেখানে ফটো অ্যাঙ্গেল ঠিক করা, চোখ বন্ধ থাকা ছবি ঠিক করা এবং স্টাইল ট্রান্সফার প্রযুক্তির মতো সুবিধা রয়েছে।

    এমনকি পানির নিচেও ছবি তোলার জন্য এতে রয়েছে ৪কে আলট্রা এইচডি আন্ডারওয়াটার ভিডিও রেকর্ডিং এবং IP69 রেটিংয়ের ওয়াটার ও ডাস্ট রেজিস্ট্যান্স। অর্থাৎ, এটি একটি পুরোদস্তুর অ্যাডভেঞ্চার-রেডি ফোন।

    রেনো১৪ সিরিজের ডিজাইনে এসেছে নতুনত্ব—মার্মেইড অনুপ্রাণিত গ্লাস ডিজাইন আর চকচকে ওপাল ফিনিশিং এই সিরিজকে করে তুলেছে দৃষ্টিনন্দন। ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা ফোনটিকে দিনভর কর্মক্ষম রাখে।

    সাথে রয়েছে গেমারদের জন্য এআই হাইপারবুস্ট ২.০ প্রযুক্তি এবং ভয়েসস্ক্রাইব, এআই কল ট্রান্সলেটর, মাইন্ডস্পেস-এর মতো স্মার্ট টুলবক্স সুবিধা।

    বাংলাদেশে Reno14 5G-এর দাম রাখা হয়েছে ৭৯,৯৯০ টাকা এবং Reno14 F 5G-এর দাম ৪২,৯৯০ টাকা।

    প্রি-অর্ডারকারীরা পাচ্ছেন আড়ং ডিজিটাল স্টোরে ১০% ছাড়, ‘O-Like’ এর আইওটি গিফট, কার্ড ছাড়া EMI সুবিধা, স্ক্রিন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, এবং এক্সচেঞ্জ বোনাস সহ আরও সুবিধা।

    রেনো১৪ সিরিজ ৫জি শুধু একটি ফোন নয়—এটি একটি নতুন যুগের প্রযুক্তির দ্বার, যেখানে কনটেন্ট তৈরি, স্মার্ট ক্যামেরা ব্যবহার, ঐতিহ্য সংরক্ষণ এবং ডিজিটাল জীবনের প্রতিটি মুহূর্তকে ক্যাপচার করার স্বাধীনতা রয়েছে।

    এই ফোন প্রমাণ করে, আধুনিক প্রযুক্তি কেবল কাজের মাধ্যম নয়—এটি এক ধরনের শিল্প, যার মাধ্যমে সমাজ, সংস্কৃতি ও মানুষকে এক সুতোয় গাঁথা যায়।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930