বাংলাদেশি কৃষককে ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বিজিবির তৎপরতায় ফেরত দিল বিএসএফ
আজমির মিশু, ফেনী: ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৫) নামে এক কৃষককে ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) সকাল ১০টার দিকে পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উত্তর কেতরাঙ্গা সীমান্তের ২১৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে বিএসএফ।
নুরুল ইসলাম কৈয়ার কোনা গ্রামের সুলতান আহম্মদ ও হালিমা খাতুনের ছেলে। এক ছেলে ও তিন মেয়ের জনক নুরুল ইসলাম গ্রামের সবজি ক্রয় করে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি কিছুটা শারীরিক প্রতিবন্ধকতায় ভুগছেন।
নুরুল ইসলাম জানান, সকাল ১০টার দিকে নরনীয়া মুন্সিরখীলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে বাংলাদেশ সীমান্তের ফসলি জমির পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢুকে তাকে ধরে নিয়ে যায়। তবে তারা কোনো ধরনের শারীরিক নির্যাতন করেনি এবং পরে সুন্দরভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে।
উত্তর কেতরাঙ্গা বিওপির সুবেদার মাকসুদুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোশারফ হোসেনের নির্দেশে ভারতের মাথাই ক্যাম্পের কমান্ডারের সঙ্গে বারবার যোগাযোগ করা হয়। অবশেষে বিকাল ৪টায় দ্বিপাক্ষিক পতাকা বৈঠকের মাধ্যমে নুরুল ইসলামকে সুস্থ অবস্থায় ফেরত আনা হয়। তিনি সীমান্ত এলাকায় চলাচলে সতর্ক থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
লে. কর্নেল মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোম্পানি কমান্ডার পর্যায়ে বিএসএফের সঙ্গে কথা বলার পর বিকেলে নুরুল ইসলামকে ফেরত দেওয়া হয়।
স্থানীয়রা বিজিবির দ্রুত পদক্ষেপ ও সফল তৎপরতার জন্য কৃতজ্ঞতা ও প্রশংসা জানিয়েছেন।
বিআলো/তুরাগ