• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশি নেতার বক্তব্যকে ‘বিপজ্জনক’: আসাম মুখ্যমন্ত্রী 

     dailybangla 
    18th Dec 2025 10:02 am  |  অনলাইন সংস্করণ

    আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহর বক্তব্যকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের উত্তর-পূর্বাঞ্চল নিয়ে দেওয়া মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

    সোমবার ঢাকায় এক সমাবেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভারত যদি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মানবাধিকারকে সম্মান না করে, তবে বাংলাদেশ ভারতবিরোধী ও বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলোকে আশ্রয় দিতে পারে। তিনি অভিযোগ করেন, দিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

    এ বক্তব্যের জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চল বিচ্ছিন্ন করার ধারণা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এ ধরনের বক্তব্য চলতে থাকলে ভারত নীরব থাকবে না এবং প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতে পারে।

    হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র ও বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি- এ ধরনের হুমকি বাস্তবতা বিবর্জিত।

    উল্লেখ্য, ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের মধ্যে চারটির সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত রয়েছে।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    M T W T F S S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    293031