বাংলাদেশি মডেল শান্তা পাল গ্রেফতার: ৮ দিনের রিমান্ড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শান্তা পালকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। একসঙ্গে বাংলাদেশ ও ভারতের পরিচয়পত্র রাখার অভিযোগে তাকে আটক করা হয়। বর্তমানে তিনি ৮ দিনের রিমান্ডে রয়েছেন। একই সঙ্গে তার স্বামীর বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শান্তাকে ৩০ জুলাই কলকাতার যাদবপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ভারতের ভোটার আইডি ও আধার কার্ড উদ্ধার করা হয়েছে। জানা গেছে, অ্যাপ ক্যাব ব্যবসা করতে গিয়ে পুলিশের নজরে আসেন তিনি।
তবে এবিপি লাইভ-এর খবরে বলা হয়, ২৮ জুলাই পার্ক স্ট্রিট থানার অন্তর্গত বিক্রমগড় এলাকার একটি ফ্ল্যাট থেকে শান্তা পালকে গ্রেফতার করা হয়।
কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, শান্তা ২০২৩ সাল থেকে বিজয়গড় এলাকায় একটি ভাড়া ফ্ল্যাটে বসবাস করছিলেন। তার কাছে থাকা ভারতীয় পরিচয়পত্রগুলো আসল না নকল, তা যাচাই চলছে।
তিনি আরও বলেন, তিনি কোন কোন নথি দেখিয়ে ভারতের নাগরিকত্ব-সম্পর্কিত কাগজপত্র সংগ্রহ করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং রেশন কার্ডের সত্যতা যাচাইয়ের অনুরোধ পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, সম্প্রতি শান্তা ঠাকুরপুর থানায় একটি জালিয়াতির মামলা করেন, যেখানে তিনি একটি ভিন্ন ঠিকানা ব্যবহার করেন। তদন্তকারীদের মতে, শান্তা বিভিন্ন সময়ে পরিচয় ও ঠিকানা পরিবর্তন করতেন।
শান্তা পাল ‘মিস এশিয়া গ্লোবাল বাংলাদেশ’ খেতাব পেয়ে পরিচিতি লাভ করেন। এরপর অংশ নেন একাধিক বিউটি কনটেস্টে এবং কাজ করেন জনপ্রিয় কিছু ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে।
ছোটপর্দায় কাজের মাধ্যমে অভিনয় শুরু করলেও বড় পর্দায় তিনি অভিষেক করেন ‘ব্যাচেলর ইন ট্রিপ’ সিনেমার মাধ্যমে। এছাড়া তিনি তেলেগু ভাষার ‘ইয়েরালাভা’ নামের এক চলচ্চিত্রেও অভিনয় করেছেন, যার নির্মাতা ছিলেন বিশ্বনাথ রাও।
বর্তমানে শান্তা পালের বিরুদ্ধে জালিয়াতি ও প্রতারণা সংক্রান্ত ধারায় মামলার প্রস্তুতি চলছে। তার গ্রেফতারের খবরে কলকাতার বিনোদন অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
বিআলো/এফএইচএস