বাংলাদেশি শান্তিরক্ষী হত্যায় তীব্র নিন্দা জাতিসংঘ মহাসচিবের
বিআলো ডেস্ক: সুদানের দক্ষিণ কর্দোফানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর একটি লজিস্টিকস ঘাঁটিতে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৩ ডিসেম্বর) কাদুগলি শহরে অবস্থিত জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী ইউনিসফার একটি ঘাঁটিতে এই হামলা চালানো হয়। এতে ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হন।
এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব বলেন, শান্তিরক্ষীদের লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং এটি যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান।
সুদানের সেনাবাহিনী এই হামলার জন্য আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-কে দায়ী করলেও সংস্থাটির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, দেশটিতে সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব পালন করতে গিয়ে বাংলাদেশি শান্তিরক্ষীদের আত্মত্যাগ জাতির জন্য গৌরবের হলেও তা অত্যন্ত বেদনাদায়ক। তিনি শান্তিরক্ষীদের নিরাপত্তা জোরদারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ কামনা করেন।
বাংলাদেশ সরকার নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখবে বলেও জানানো হয়েছে।
বিআলো/শিলি



