• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহের ঈর্ষণীয় ফলাফল অর্জন — এইচএসসি ২০২৫ 

     dailybangla 
    16th Oct 2025 6:55 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় অর্জন করেছে ঈর্ষণীয় সাফল্য। এবারের পরীক্ষায় দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে মোট ৫৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়।

    এর মধ্যে ৫৮৭ জন পেয়েছে জিপিএ-৫। পাশের হার শতভাগ, আর জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.৬৬ শতাংশ। গত বছর ২০২৪ সালেও ক্যাডেট কলেজগুলোর জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল একই—৯৯.৬৬ শতাংশ।

    বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল ও সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান।

    শুধুমাত্র ভালো ফলাফল অর্জনই নয়, বরং ক্যাডেটদের চৌকস ও সুনাগরিক হিসেবে গড়ে তোলাই এসব প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

    শিক্ষার্থীদের দৈনন্দিন কার্যক্রমে লেখাপড়ার পাশাপাশি চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে সমান গুরুত্ব দেওয়া হয়।

    সময়ের সঙ্গে তাল মিলিয়ে সম্মানজনক অবস্থানে পৌঁছাতে পারে—এমন দক্ষতা অর্জনের লক্ষ্যে কলেজসমূহে নিয়মিত নতুন নতুন শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রম যুক্ত করা হচ্ছে।

    ক্যাডেট কলেজের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে কলেজগুলোর শৃঙ্খলাবদ্ধ পরিবেশ, ক্যাডেটদের অধ্যবসায় ও আন্তরিক প্রচেষ্টা।

    পাশাপাশি ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষসহ অভিজ্ঞ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিষ্ঠা এবং অভিভাবকদের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

    বিআলো/এফএইচএস

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031