বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ পেট ক্লিনিক ‘Pawsitive Veterinary Clinic’-এর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রাণী স্বাস্থ্যসেবা খাতে নতুন দিগন্তের সূচনা হয়েছে। পোষা প্রাণীদের আধুনিক ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করতে রাজধানীর ধানমন্ডিতে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম পূর্ণাঙ্গ ও অত্যাধুনিক পেট ক্লিনিক ‘Pawsitive Veterinary Clinic’। সোমবার (১৫ ডিসেম্বর) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিনিকটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাকিফ শামীম এবং ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাসতুরা ফারজানা মোহনা। এ ছাড়া ল্যাবএইড গ্রুপের পরিচালকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, প্রাণী চিকিৎসক, পশুপ্রেমিক এবং ক্লিনিকের চিকিৎসক ও কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘Pawsitive Veterinary Clinic’ বাংলাদেশের ভেটেরিনারি খাতে একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। আন্তর্জাতিক মানের এই ক্লিনিকে পোষা প্রাণীদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, উন্নত ল্যাবরেটরি, এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, বায়োকেমিস্ট্রি পরীক্ষা এবং জটিল অস্ত্রোপচারের জন্য সুসজ্জিত সার্জারি ইউনিট চালু রয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক কনসালটেশন ও প্রতিরোধমূলক টিকাদান সেবাও প্রদান করা হবে।
চেয়ারম্যান সাকিফ শামীম বলেন, “পোষা প্রাণীরা আমাদের পরিবারের অংশ। তাদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এই ক্লিনিকের মাধ্যমে আমরা দেশের প্রাণী চিকিৎসায় আস্থা ও যত্নের একটি নতুন মানদণ্ড স্থাপন করতে চাই।”
ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মাসতুরা ফারজানা মোহনা বলেন, “দেশে পোষা প্রাণীর সংখ্যা ও যত্নের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু আন্তর্জাতিক মানের পূর্ণাঙ্গ ভেটেরিনারি কেয়ার এখনও সীমিত। এই শূন্যস্থান পূরণ করতেই ‘Pawsitive Veterinary Clinic’-এর যাত্রা। ভবিষ্যতে দেশের বিভিন্ন অঞ্চলে এই সেবার বিস্তারের পরিকল্পনাও রয়েছে।”
বক্তারা আরও বলেন, এই ক্লিনিকটি শুধু চিকিৎসাসেবাই নয়, ভেটেরিনারি শিক্ষানবিশদের প্রশিক্ষণ এবং প্রাণীকল্যাণ কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের আশা, ‘Pawsitive Veterinary Clinic’ দেশের প্রাণী স্বাস্থ্যসেবাকে একটি নতুন উচ্চতায় নিয়ে যাবে।
বিআলো/ইমরান



