• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকার প্রত্যাশা করে:বেনজির আহমেদ টিটো 

     dailybangla 
    03rd Feb 2025 8:40 pm  |  অনলাইন সংস্করণ

    নূর নবী রবিন, টাঙ্গাইল উত্তর: কেন্দ্রীয় বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলছেন, সংস্কার একটি দেশের জন্য ধারাবাহিক প্রক্রিয়া। সংস্কার অতীতে হয়েছে এখনো হচ্ছে ভবিষ্যতেও হবে। সংস্কারের কারণে কখনো নির্বাচন থেমে থাকতে পারে না। নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া। আমরা এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন ধরে সংগ্রাম করছি। এখনো গণতন্ত্রের জন্য আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে।

    সোমবার (৩ফেব্রুয়ারি) সকালে কালিহাতি উপজেলা পরিষদ হলরুমে ইনতিজার শিশুবৃত্তির পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ এখন ভোটের অধিকার প্রত্যাশা করে। মানুষ তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠিত করতে চায়। কাজেই ভোটের গতিতে ভোট চলবে। সংস্কারের গতিতে সংস্কার চলবে। এতে করে ভোটকে বাধা গ্রস্ত করার কোন সুযোগ নেই।

    অনুষ্ঠানে সৈয়দ মহসীন হাবীব সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহাদাত হুসেইন, সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক এ বি এম আব্দুল হাই মিয়া, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুলসুম সোলায়মান, উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন প্রমুখ।

    অনুষ্ঠানে ইনতিজার শিশুবৃত্তি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কালিহাতী সদর কেন্দ্র ও এলেঙ্গা কেন্দ্রের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় আয়োজকরা বলেন,কোমলমতি শিশু শিক্ষার্থীদের উৎসাহ প্রেরণা ও আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে প্রতিবছর সাপ্তাহিক ইনতিজার পত্রিকার পক্ষ থেকে শিশুবৃত্তির আয়োজন করা হয়।

    বিআলো/শিলি

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031