বাংলাদেশের স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে সিএইচসিপিদের সাথে আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান
আজ শুক্রবার ( ০১ আগস্ট) সকাল ১০ ঘটিকার সময় কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর আয়োজনে ভেন্যুঃ সম্মেলন কক্ষ, বিএমআরসি ভবন ( নিচ তলায়), মহাখালী, ঢাকায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন জনাব ডাঃ আসিফ মাহমুদ; পরিচালক( মাঠ প্রশাসন), ডাঃ গীতা রানী দেবী ; পরিচালক (প্রশিক্ষক), জনাব মোঃ ফেরদৌস ;বিশ্ব ব্যাংকের প্রতিনিধি প্রমুখ।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আখতারুজ্জামান; ব্যবস্থাপনা পরিচালক কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট। প্রধান অতিথির বক্তব্যে জনাব জিয়া হায়দার বলেন- প্রান্তিক জনগণের কাছে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আমার বিএনপি সরকার বিগত দিনে ইউনিয়নে ইউনিয়নে স্বাস্থ্য সেবা কেন্দ্র প্রতিষ্ঠা করেছে এবং এখন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে এই সেবার বেইজমেন্ট তৈরি করতে হবে।