• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে আসুসের এক্সপার্ট সিরিজের নতুন ডিভাইস উন্মোচন 

     dailybangla 
    02nd Nov 2025 5:45 pm  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: দেশের কর্পোরেট দুনিয়ায় প্রযুক্তির নতুন মাত্রা যোগ করতে এসেছে আসুসের এক্সপার্ট সিরিজ। উন্নত নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সুবিধা, স্থায়িত্ব এবং উচ্চ পারফরম্যান্স—সবকিছু মিলিয়ে এই সিরিজ বাংলাদেশের ব্যবসা, শিক্ষা ও সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ব্যবস্থাপনাকে এক নতুন স্তরে নিয়ে যেতে প্রস্তুত।

    শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান আসুস আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে এক্সপার্ট সিরিজের তিনটি নতুন ল্যাপটপ ও ডেস্কটপ পিসি। সিরিজটিতে রয়েছে আসুস এক্সপার্টবুক পি১, পি৩, পি৫ ল্যাপটপ, পাশাপাশি এক্সপার্টসেন্টার ডেস্কটপ পিসি ও অল-ইন-ওয়ান সলিউশন। এই ডিভাইসগুলো মূলত ছোট ও মাঝারি ব্যবসা, বড় কর্পোরেশন, সরকারি দপ্তর এবং শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা মাথায় রেখে তৈরি করা হয়েছে।

    এক্সপার্ট সিরিজের প্রতিটি ডিভাইসে গুরুত্ব দেওয়া হয়েছে নির্ভরযোগ্যতা, ডেটা সুরক্ষা ও পারফরম্যান্সে। এতে রয়েছে কোপাইলট প্লাস সুবিধা, এক্সপার্টগার্ডিয়ান আইটি ব্যবস্থাপনা সিস্টেম, এবং এন্টারপ্রাইজ-গ্রেড এনক্রিপশন প্রযুক্তি, যা কর্মক্ষেত্রকে করবে আরও সহজ ও নিরাপদ।

    এছাড়াও, ল্যাপটপগুলো ডিজাইন করা হয়েছে মিলিটারি গ্রেড স্থায়িত্বমান মেনে। এতে রয়েছে এনএফসি লগইন, ওয়েবক্যাম প্রাইভেসি শাটার, এবং এসএসডি-স্তরের সিকিউরিটি ফিচার, যা ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় অতিরিক্ত নিশ্চয়তা প্রদান করে। পরিবেশবান্ধব ও শক্তি সাশ্রয়ী ডিভাইস হিসেবে এগুলো EPEAT সার্টিফায়েড, যা টেকসই ব্যবহারে সহায়ক হবে।

    কর্পোরেট যোগাযোগ ও পেশাগত কার্যক্রমকে আরও কার্যকর করতে এই ল্যাপটপগুলোতে রয়েছে বিল্ট-ইন এআই টুলস, উন্নত কনফারেন্সিং ফিচার, এবং শক্তি সাশ্রয়ী প্রযুক্তি।

    আসুসের কর্পোরেট ভাইস প্রেসিডেন্ট এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমার্শিয়াল জেনারেল ম্যানেজার মি. রেক্স লি বলেন, “আসুস সবসময় প্রযুক্তিতে উদ্ভাবনের ধারাবাহিকতা বজায় রেখেছে—ওলেড ল্যাপটপ থেকে শুরু করে এআই পিসি ও গেমিং ডিভাইস পর্যন্ত। এই সাফল্যের মূল কারণ হলো গুণগত মান ও নিরবচ্ছিন্ন উদ্ভাবন। বাংলাদেশে এক্সপার্ট সিরিজ চালুর মাধ্যমে আমরা ব্যবসায়িক গ্রাহকদের জন্যও সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”

    তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো আধুনিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ, শক্তিশালী ও ভবিষ্যতমুখী প্রযুক্তিগত সমাধান দেওয়া, যা এআই যুগের প্রয়োজন পূরণ করবে।”

    বাংলাদেশে আগামী মাস থেকেই আসুসের এক্সপার্ট সিরিজের ল্যাপটপগুলো বাজারে পাওয়া যাবে।

    এক্সপার্টবুক পি১ মডেলের দাম শুরু ৪৯,৫০০ টাকা থেকে,

    পি৩ মডেলের দাম ১,০৭,০০০ টাকা,

    আর পি৫ মডেলের দাম শুরু ১,৪০,৮০০ টাকা থেকে।

    ব্যবসায়িক গ্রাহকদের সুবিধার্থে আসুস দিচ্ছে কমার্শিয়াল সাপোর্ট এবং ৩ বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি, যা ডিভাইস ব্যবহারে এনে দেবে বাড়তি নিশ্চয়তা ও নির্ভরতা।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    January 2026
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031