বাংলাদেশে ইউনিয়নপে কার্ড চালু করতে ট্রাস্ট ব্যাংকের সঙ্গে চুক্তি
ট্রাস্ট ব্যাংক ও ইউনিয়নপে ইন্টারন্যাশনালের অংশীদারিত্ব সম্প্রসারণ
অর্থনৈতিক ডেস্ক: চীনের সাংহাইতে সম্প্রতি ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশে ইউনিয়নপে ব্র্যান্ডের ডেবিট ও ক্রেডিট কার্ড চালু এবং এর কার্যকর লেনদেন ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান জামান চৌধুরী এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের সিইও ল্যারি ওয়াং উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তিতে ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কার্ড ডিভিশনের প্রধান মোঃ মোস্তফা মোশাররফ এবং ইউনিয়নপে ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়ার জেনারেল ম্যানেজার কাই হুইমিং স্বাক্ষর করেন।
এই অংশীদারিত্বের ফলে চীন থেকে আগত পর্যটক, ব্যবসায়ী, ও চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা বাংলাদেশে সহজ, নিরাপদ ও আধুনিক ডিজিটাল পেমেন্ট সুবিধা ভোগ করতে পারবেন। পাশাপাশি, বাংলাদেশি নাগরিকদের জন্যও আন্তর্জাতিক লেনদেনের একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
বিআলো/তুরাগ