• যোগাযোগ
  • অভিযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশে মনগড়া ইসলাম কায়েম করতে দেওয়া হবে না: মুফতি ফয়জুল করিম 

     dailybangla 
    17th Oct 2024 1:18 am  |  অনলাইন সংস্করণ

    মীর জিল্লুর রহমান, ঝিনাইদহ: বাংলাদেশে কোন মনগড়া বাতিল ইসলাম কায়েম করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

    গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে দলটির গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিগত সকল সরকারের কঠোর সমালোচনা করেন তিনি বলেন, একমাত্র ইসলামই শান্তি আনতে পারে। সেজন্য প্রয়োজন পিআর সিস্টেমে নির্বাচন।

    মুফতি ফয়জুল করিম বলেন, প্রতিটি মানুষ যেন অধিকার নিয়ে বাঁচতে পারে এমন বাংলাদেশ চাই। তাকওয়াভিত্তিক নেতা না এলে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে না। সমাবেশে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত বীরদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

    গণসমাবেশে ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, মুফতি আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারী প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ কারী ওমর আলী, শৈলকুপা উপজেলা শাখার সভাপতি আলহাজ মুহাম্মাদ রায়হান উদ্দিন, হরিণাকুন্ডু উপজেলা সভাপতি আব্দুর রাজ্জাক মন্ডল, ঝিনাইদহ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা নিজাম উদ্দিন মুন্সি, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা মিরাজ হুসাইন, মুফতি নাজির আহমেদ, মুফতি আলী হুসাইন, মাওলানা শহীদুল ইসলাম, মাওলানা আবু বক্কর সিদ্দিক, মুহাম্মদ ফারুক হোসেন, এইচ এম নাঈম মাহমুদ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    October 2025
    M T W T F S S
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    2728293031