বাংলাদেশে মানবাধিকার ও গণমাধ্যম উন্নয়নে ডেনমার্কের বিশেষ সহায়তা
বিআলো ডেস্ক: বাংলাদেশে মানবাধিকার সুরক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা ও নির্যাতনের শিকারদের পুনর্বাসনে সহায়তা হিসেবে ২৫ মিলিয়ন ডেনিশ ক্রোনা (প্রায় ৪০ কোটি টাকা) দিচ্ছে ডেনমার্ক সরকার।
সোমবার ঢাকার ডেনমার্ক দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, এ অর্থ ‘ডিগনিটি’, ‘আইএমএস’ এবং ‘ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস’- এই তিন সংস্থার সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামের মাধ্যমে ব্যয় করা হবে।
ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, “এখনই সময় বাংলাদেশের নাগরিক সমাজকে শক্তিশালী করার এবং মানবাধিকার লঙ্ঘন ও দায়মুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রসর হওয়ার।”
ডিগনিটি’র সিইও রাসমুস গ্রু ক্রিস্টেনসেন বলেন, “শক্তিশালী নাগরিক সমাজই মানবাধিকার ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে।”
আইএমএসের নির্বাহী পরিচালক জেসপার হোইবেরগ জানান, স্থানীয় সংস্থা ও সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমেই গণমাধ্যমের ভিত্তি মজবুত করা সম্ভব।
এদিকে, ড্যানিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ও শক্তিশালীকরণের ওপর বিশেষভাবে কাজ করবে বলে জানিয়েছে সংস্থাটির আন্তর্জাতিক পরিচালক মেটে থাইগেসেন।
বিআলো/শিলি



