বাংলাদেশে ২৯টি জেলা সাম্প্রদায়িক সংঘর্ষের ঝুঁকিতে, ঢাকাসহ ৫টি জেলা উচ্চ ঝুঁকিতে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে শনিবার (২০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ‘সম্প্রীতি যাত্রা’ জানিয়েছেন, দেশের ২৯টি জেলা সাম্প্রদায়িক সংহতির ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ঢাকাসহ ৫টি জেলা উচ্চ ঝুঁকিতে এবং ২৪টি জেলা মাঝারি ঝুঁকিতে রয়েছে।
সংগঠনটির লিখিত বক্তব্যে বলা হয়েছে, গত দুই দশকেরও বেশি সময় ধরে দেশে সম্প্রীতি বিনষ্টের বিভিন্ন ঘটনা ঘটছে। পূজা মণ্ডপে হামলা, মাজারে অগ্নিসংযোগ, আখড়া ও বাউল আসরে হামলা এবং মসজিদে রাজনৈতিক কার্যক্রমের জেরে সংঘর্ষের মতো ঘটনা বাংলাদেশে সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার ওপর আঘাত করছে।
উচ্চ ঝুঁকিতে থাকা জেলা হলো—ঢাকা, চাঁদপুর, নোয়াখালী, রংপুর ও যশোর। মাঝারি ঝুঁকিতে থাকা ২৪ জেলা হলো—গাজীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী, চট্টগ্রাম, বান্দরবান, কুমিল্লা, ব্রহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ফেনী, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, কুষ্টিয়া, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী ও নেত্রকোনা।
সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু একক সম্প্রদায়ের বিরুদ্ধে নয়, বরং বাংলাদেশের সামাজিক সংহতি ও সাংবিধানিক শৃঙ্খলার ওপর সরাসরি আঘাতের জন্য এসব হামলা ঘটছে। ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারির মধ্যে ছয় মাসে ৮০টি মাজার ও দরগাহ হামলার শিকার হয়েছে। বিশেষভাবে নির্বাচনের সময় সহিংসতার ঝুঁকি বেড়ে যায়।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন কবি ফেরদৌস আরা রুমী, লেখক ও গবেষক মাহা মির্জা, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন, শিল্পী অরূপ রাহী ও বিথী ঘোষ।
বিআলো/এফএইচএস