বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়: ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। এই গৌরবময় অর্জনে দলটির খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এক অভিনন্দন বার্তায় ক্রীড়া উপদেষ্টা বলেন, “এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। অনূর্ধ্ব-২০ নারী দলের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের অদম্য স্পৃহা ও দৃঢ় সংকল্প আমাদের সকলকে অনুপ্রাণিত করে।”
তিনি আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতে এ দল আরও সাফল্য বয়ে আনবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের নাম আরও উজ্জ্বল করবে।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্ট জুড়েই দারুণ ফর্মে থাকা বাংলাদেশ দল অপরাজিত থেকেই ট্রফি ঘরে তোলে, যা দেশের ক্রীড়াঙ্গনে এক উজ্জ্বল পালক হিসেবে যোগ হয়েছে।
বিআলো/তুরাগ