• যোগাযোগ
  • সংবাদ দিন
  • ই-পেপার
    • ঢাকা, বাংলাদেশ

    বাংলাদেশ ও রাশিয়ার সাথে বন্ধুত্বের উত্তরাধিকার অব্যাহত রাখতে হবে: পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা 

     dailybangla 
    26th Feb 2025 3:31 am  |  অনলাইন সংস্করণ

    নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হোসেন বলেছেন, বাংলাদেশ ও রাশিয়ার বন্ধুত্বের উত্তরাধিকার অব্যাহত রাখতে হবে। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে হবে। দুই দেশের বন্ধন আগের মতোই শক্তিশালী থাকবে, তা আমাদের নিশ্চিত করতে হবে।

    মঙ্গলবার ঢাকায় রা‌শিয়ান হাউসের ৫০ বছরপূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা আজ রাশিয়ান হাউসের ৫০তম বার্ষিকী উদযাপন করছি, আসুন আমরা ভবিষ্যতের দিকেও তাকাই। প্রকৃতপক্ষে এই তাৎপর্যপূর্ণ মাইলফলক উদযাপন শুধুমাত্র অতীতের প্রতিফলনই নয় বরং আগামীতে আরও শক্তিশালী, আরও প্রাণবন্ত অংশীদারত্ব গড়ে তোলার জন্য একটি নতুন প্রতিশ্রুতি।

    তিনি বলেন, আমি প্রত্যাশা করছি, ঢাকায় রাশিয়ান হাউস আগামীতে আরও অনেক বছর ধরে আমাদের দুই দেশের জনগণের মধ্যে গভীর সংযোগকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবে। যেহেতু আমরা এই ঐতিহাসিক উপলক্ষটি উদযাপন করছি, আমি রাশিয়ান সরকার, ঢাকায় রাশিয়ান দূতাবাস এবং রাশিয়ান হাউসের কর্মকর্তা ও কর্মচারীদের এই বন্ধুত্বের বন্ধনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের অক্লান্ত প্রচেষ্টার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাতে চাই।

    যারা গত ৫ দশকে রাশিয়ান হাউসের সাফল্য এবং উত্তরাধিকারে অবদান রেখেছেন তাদেরও আমি ধন্যবাদ জানাই।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্দার খোজিন, শিল্পকলা অ্যাকাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ, ঢাকার রাশিয়ান হাউসের পরিচালক প্যাভেল অ্যা ডভোয়চেঙ্কোভ প্রমুখ।

    বিআলো/তুরাগ

    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    August 2025
    M T W T F S S
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031