বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্তৃক আয়োজিত ২০২৫–২৬ অর্থবছরের ব্যাচ নম্বর ২৬–২৭ এর উচ্চতর কর্মকর্তা/কর্মকর্তা/কর্মকর্তা (ক্যাশ) গণের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ২৩ নভেম্বর ২০২৫ তারিখে স্টাফ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব জনাব নাজমা মোবারক।
এসময় বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব সঞ্চয়িয়া বনি আলী , উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আঃ রহিম, এবং বাংলাদেশ স্টাফ কলেজের অধ্যক্ষ (মহাব্যবস্থাপকের দায়িত্বপ্রাপ্ত) জনাব এ. এইচ. এম. মাহবুবুল বাশেত ভূঞা উপস্থিত ছিলেন। এছাড়াও স্টাফ কলেজ কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
বিআলো/ইমরান



