বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের মতবিনিময় সভা ও আংশিক আহ্বায়ক কমিটি গঠন
মনিরুল ইসলাম মনির, নারায়ণগঞ্জ থেকে: নারায়ণগঞ্জের জালকুড়ি রব্বানী নগর এলাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্ষুদ্রযান শ্রমিক সংগঠনের এক মতবিনিময় সভা
শুক্রবার সকাল ১১টায় আয়োজিত এই সভায় একটি উপদেষ্টা পরিষদ গঠন এবং সাংগঠনিক কার্যক্রমকে বেগবান করতে আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের অভিভাবক কবি এ বি সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী সেলিম আহমেদ। আরও উপস্থিত ছিলেন ফয়সাল রায়হান, নুর আলম আকন্দ, জাহিদ হোসেন, সোলাইমান খান রাব্বিসহ সংগঠনের প্রায় দেড় শতাধিক সদস্য।
আলোচনা সভায় সর্বসম্মতভাবে সেলিম আহমেদকে সংগঠনের প্রধান উপদেষ্টা এবং ফয়সাল রায়হান, নুর আলম আকন্দ, জাহিদ হোসেন ও সোলাইমান খান রাব্বিকে উপদেষ্টা নির্বাচিত করা হয়।
নবগঠিত উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী কবি এ বি সিদ্দিককে আহ্বায়ক, মোঃ পিন্টু ও আজগর হোসেনকে যুগ্ম আহ্বায়ক, ওমর ফারুককে সদস্য সচিব, নাজমুলকে যুগ্ম সদস্য সচিব, এবং জিহাদ ও শফিকুল ইসলামকে সদস্য করে এক মাস মেয়াদে একটি আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
সভায় নেতৃবৃন্দ জানান, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। পাশাপাশি সংগঠনের নীতিমালা ও গঠনতন্ত্র প্রণয়ন করে একটি সুসংগঠিত কাঠামোর মাধ্যমে সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের পরিকল্পনা রয়েছে।
সভা শেষে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
বিআলো/তুরাগ